আর্কাইভ

আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস ২০১১ সমাবেশ

হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিএইচডিও)র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী বিআরডিবির মিলনায়তনে মাদক মুক্ত সমাজ গড়তে গনসচেতনতা গড়ে তুলতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ লোকমান হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী  বিআরডিবির চেয়ারম্যান  জহুরুল ইসলাম জহির ,  মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান , সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। বক্তব্য রাখেন, গৌরনদী মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মনিরুল হক, সমাজ কল্যান  প্রচেষ্টার নির্বাহী পরিচালক সাঈদ বীন ভূইয়া পান্নু , গৌরনদী উপজেলা সমাজ সেবা অফিসার এম এ জামান, সংস্থার সহকারী নির্বাহী পরিচালক মোঃ জালাল উদ্দিন সরদার, মোঃ রফিকুল ইসলাম সবুজ , মোঃ সহিদুল ইসলাম প্রমূখ। মাদক মুক্ত সমাজ গড়তে  সেরা  প্রতিবেদন প্রকাশ ও মাদক প্রতিরোধে  ভূমিকা রাখার  জন্য অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহিরকে  সন্মননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।  সংস্থার পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিক জহিরের হাতে ক্রেষ্ট তুলে দেন।

আরও পড়ুন

Back to top button