অভিযোগে থানা পুলিশ দু’বখাটেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্বে) এস.আই অসিম কুমার সিকদার জানান, ওই স্কুলের অষ্টম শ্রেনীর দু’ছাত্রী বুধবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বখাটে রাসেল শরীফ ও মিলন আহম্মেদ তাদের পথরোধ করে নানাধরনের উত্যক্ত করে। এসময় স্কুল ছাত্রীদের ডাকচিৎকারে থানার টহল পুলিশ এগিয়ে এসে ধাওয়া করে বখাটেদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়।