বৌ-ভাত অনুষ্ঠানে খাবার বিনষ্টের প্রতিবাদ করায়

গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামে।

মামলার বাদি উপজেলার হাপানিয়া গ্রামের শামচুল হক হাওলাদার বলেন, আমার ভাগ্নি মাহিলাড়া গ্রামের হারুন সিকদারের কন্যা সোনিয়া আক্তারের বিবাত্তোর বৌ-ভাত অনুষ্ঠান ছিলো গত ২৫ জুন। ওইদিন আমরা পাশ্ববর্তী বাটাজোরের শৌলকর গ্রামের ভাগ্নি জামাতা বেল্লাল সরদারের বাড়িতে যাই বৌ-ভাত অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে আগত হাপানিয়া গ্রামের সান্নু হাওলাদার, খোকন হাওলাদার, নুরুল হক ও কালু হাওলাদার খাবার বিনষ্ট করায় তার প্রতিবাদ করেন আমার ভাই জাহাঙ্গীর হাওলাদার (৪২) ও ভাতিজা শাহিন হাওলাদার (২৫)। ওই এসময় এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এঘটনার জেরধরে সান্নু গংরা ওইদিন রাতে মাহিলাড়া বাজারের সন্নিকটে বসে অর্তকিত ভাবে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করে জাহাঙ্গীর ও শাহিনকে।