বিএম কলেজের ছাত্রীকে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন
করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে প্রথম আলোর বন্ধু সভার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অংশ গ্রহন করেন মানবাধিকার জোটের আহবায়ক ডাঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, নাগরিক সমাজের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, বিএনডিএন’র সাবেক সভাপতি রনজিত দত্ত, নারী নেত্রী প্রতিমা সরকার, বিএম কলেজের অধ্যাপিকা শাহ সাজেদা, দৈনিক শাহনামার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, বন্ধু সভার সভাপতি শোভন কর্মকার। কর্মসূচি পরিচালনা করেছেন প্রথম আলোর বরিশাল ব্যুারো চীফ সাইফুর রহমান মিরন।
প্রসঙ্গত কলেজ ছাত্রী অটো রিক্সাযোগে গত শুক্রবার সাগরদী থেকে বাংলা বাজার আসছিল। অটোরিক্সার অভ্যন্তরে বখাটে যুবক মাহাবুব ধুমপান করে। ওই সময়ে কলেজ ছাত্রী ধুমপান করতে নিষেধ করে। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে উঠে। বাংলা বাজারে অটোরিক্সাটি পৌছলে ছাত্রীকে টানাহেচরা করে মারধর করে। বখাটের বাড়ি আলেকান্দা এলাকায়।
Comments are closed.