পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে,গত ১ জুলাই নগড়বাড়ী গ্রামের কাইয়ুম হাওলাদারের স্ত্রী মারুফা বেগম বাবারবাড়ি একই উপজেলার চাঁদত্রিশিরা গ্রাম থেকে মিশুক যোগে ফেরার পথে জোবারপার নামক স্থানে এলে মিশুক ড্রাইভার গৌরনদীর চর রমজানপুর গ্রামের মকবুল হাওলাদারের ছেলে হুমায়ুন কবির (২৬) গাড়ি থামিয়ে মারুফাকে মারধর করে তার কাছে থাকা নগদ ৪ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। গতকাল রোববার দুপুরে মিশুক সহ ওই ছিনতাইকারী ড্রাইভার হুমায়ুনকে দেখে মারুফা চিনে অন্য লোক দিয়ে হুমায়ুনকে গৌরনদী থেকে পুনরায় ভাড়া ঠিক করে আগৈলঝাড়া নিয়ে এসে থানাকে জানালে পুলিশ হুমায়ুনকে মিশুক সহ গ্রেফতার করে।