পিছিয়ে যাচ্ছে বরিশাল নদীবন্দরের আনুষ্ঠানিক যাত্রা

চলতি বছরের জুন মাসে উদ্বোধন হওয়ার কথা থাকলেও কাজের ধীরগতির কারণে তা সম্ভব হয়নি। পরে জুলাই মাসের প্রথমে উদ্বোধনী তারিখ নির্ধারণ করে নৌ পরিবহন মন্ত্রণালয়। কিন্তু সম্প্রতি নৌমন্ত্রী শাজাহান খান বরিশাল আধুনিক নদী বন্দর পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন। সংশোধন করে আবার কাজের নির্দেশ দেন। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ বরিশাল প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবিরকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার ভৎসনা করেন। সেক্ষেত্রে বরিশাল আধুনিক নদীবন্দরের উদ্বোধন আবারও পেছালো। বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির বলেন, বর্তমানে চীফ ইঞ্জিনিয়ার বরিশাল বন্দরে আছেন। তিনি কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। তবে নদীতে পানি বৃদ্ধি ও বর্ষায় কাজের গতি কমিয়ে দিয়েছে। তাছাড়া প্রকল্পের কাজ আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তিনি আরো বলেন উদ্বোধনী তারিখ এখনো আমাদের জানা নেই। এ ব্যাপারে বিআইডব্লিটিএ বরিশাল বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নেওয়াজ বলেন, জুলাই মাসে উদ্বোধন হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে ডিসেম্বর মাসের পূর্বেই বন্দর উদ্বোধন করা হবে।

বরিশাল আধুনিক নদী বন্দরের উদ্বোধন সম্পর্কে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার জানান, সম্প্রতি বরিশাল বন্দর নৌ পরিবহন মন্ত্রী সহ আমরা পরিদর্শন করেছি। কাজের মান মোটেই ভাল হয়নি। সংশোধনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে ডিসেম্বরের পূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক নদীবন্দর, মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন ও ডেক এন্ড পার্সোনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করবেন।