আর্কাইভ

হিজলার মেমানিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা গ্রেপ্তার

মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এই দু’জনকে গ্রেফতার করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন জানান, চেয়ারম্যান মো. আফসার উদ্দিন হাওলাদারকে (৪৫) এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কাজে বাধাদান, মারধর করে গুরুতর ও সাধারন জখম এবং আসামি ছিনতাইয়ের অভিযোগে বুধবার গভীর রাতে এই মামলা করে পুলিশ। মামলায় মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যানকে প্রধান করে নামধারী ১২ ও অজ্ঞাতনাম ১৫ জনকে আসামি করা হয়। হিজলা উপজেলার মেমানিয়া ইউপির দুর্গাপুর লঞ্চঘাট এলাকায় বুধবার রাত ৯টার দিকে পুলিশ পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

Back to top button