১০ টির মধ্যে ৯টি শূন্য !

১০ টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদের মধ্যে দীর্ঘদিন থেকে ৯টি পদই শূন্য রয়েছে। এছাড়াও ২টি অত্যাধুনিক এ্যানেসথেশিয়া মেশিন, ২টি অপারেশন থিয়েটারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি থাকা সত্বেও ১ জন এ্যানেসথেশিয়া চিকিৎসক ও ১ জন সার্জনের অভাবে হাসপাতালের ২টি অপারেশন থিয়েটার (ওটি) চালু করা সম্ভব হচ্ছেনা।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, হাসপাতালের সর্বমোট ২২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও চিকিৎসক আছেন মাত্র ১১ জন। সূত্রমতে, বিশেষজ্ঞ চিকিৎসক পদে সার্জারী, এ্যানেসথেশিয়া, মেডিসিন, গাইনী, শিশু, নাক-কান-গলা, অর্থ সার্জারী, চক্ষুু, কার্ডিওলজি, চর্ম ও যৌণ বিভাগে একজন করে জুনিয়র কলসালটেন্ট থাকার কথা থাকলেও শুধু মাত্র শিশু বিভাগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বাকী ৯টি গুরুতপূর্ণ পদে কোন বিশেষজ্ঞ না থাকায় জটিল রোগে আক্রান্ত রোগীরা সু-চিকিৎসা সেবা থেকে  বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবীন্দ্রনাথ গাইন রবীন জানান, দীর্ঘদিন ধরে এখানে একজন সার্জারী ও একজন এ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ না থাকায় হাসপাতালের ২টি ওটি চালু করা সম্ভব হচ্ছেনা। ফলে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি শুরু থেকে অদ্যবর্ধি বাক্স বন্ধি অবস্থায়ই রয়েছে। এ ব্যাপারে একাধিকবার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেও কোন সুফল হয়নি বলেও তিনি উল্লেখ করেন।