আর্কাইভ
সাবেক এমপি স্বপনের প্রতিবাদ
প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন স্বপন। আমেরিকা থেকে টেলিফোনে বলেন, ফোবানার তিনদিনব্যাপী একটি সম্মেলনে যোগদানের জন্য তিনি আমেরিকায় এসেছেন। সে সম্মেলনে গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধান অতিথি, লেখক সম্পাদক শফিক রেহমান ও তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
সংবাদে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাকে জড়িয়ে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠকের ও টেলিফোনে আলাপের কথা উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্বপন বলেন, জেনারেল মঈন বা জেনারেল বারীসহ যাদের কথা বলা হয়েছে। তাদের সঙ্গে আমার ব্যাক্তিগত কোনো পরিচয় নেই। আমি তাদের চিনি না।
তিনি বলেন, আমেরিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে।
-সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি