আর্কাইভ

২২শে জুলাই বিশ্বব্যপী বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচী

বিরোধীদলীয় চীফ হুইপ জনাব জয়নাল আবেদীন ফারুখের উপর পুলিশের নির্মম হামলার বিরুদ্বে এক বিশাল প্রতিবাদ সভা অনুস্থিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট বিএনপির সভাপতি জনাব মুজিব আহমেদ মুনীর। অনুস্থান পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব আসাদ আরমানী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র বিএনপির সভাপতি ও বহি:র্বিশ্ব বিএনপির আহ্বায়ক  আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট মিশিগান স্টেট বিএনপি। সভায় আরো উপস্থিত ছিলেন মিশিগান স্টেট বিএনপির সভাপতি জনাব শওকত চৌধুরী।

প্রধান অতিথির ভাষনে জনাব সম্রাট বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর অত্যাচারের নির্মম শিকার জনার জয়নাল আবেদীন ফারুখকে অবিলম্বে যথাযথ চিকিতসার জন্য সরকারী খরচে বিদেশে প্রেরন করতে হবে। দায়ী পুলিশ কর্মকর্তাদেরকে দৃস্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন যে এই সরকারের পতন ঘটিয়ে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশী জাতীযতাবাদী বিশ্বাসী ও ইসলামী আদর্শে উদ্বুদ্ব সরকার প্রতিস্ঠা না করা পর্যন্ত দেশে ও প্রবাসে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি মিশিগান বিএনপির নেতৃবৃন্দকে বহির্বিশ্ব বিএনপির ২২শে জুলাই বিশ্বব্যপী বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচীর সাথে যোগদানের জন্য আহ্বান জানান। মিশিগান বিএনপির নেতৃবৃন্দ ওয়াদা করেন যে তারা এই কর্মসূচীতে বিশাল কর্মী বাহিনী যোগ দেবেন।

অনুষ্ঠানে মিশিগান বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব বোরহানূ উদ্দিন, আব্দুর রহীম, মুনীর হোসেন,জিয়াউর রহমান,আলী আকবর, শাহীন চৌধুরী, সাখাওয়াত হোসেন আজাদ,শামীম খান,মোহাম্মাদ হারুন, শামশুর রহমান পাবলু।

২২ জুলাই বিশ্বব্যাপী বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচির প্রতি নিউ জার্সি বিএনপির একাত্মতা
শহীদ জিয়ার পরিবার ধংসের সরকারী ষড়যন্ত্র ও বিচার বিভাগের দলীয়করনের প্রতিবাদে বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে ২২ জুলাই আয়োজিত বিশ্বব্যাপী বাংলাদেশী দুতাবাস ও কন্সুলেট ঘেরাও কর্মসূচির প্রতি একাত্ততা জানিয়েছে নিউ জার্সি বিএনপি।

নিউ জার্সি বিএনপির এক জরুরী সভা শেষে আজ একথা জানান সভাপতি সোলায়মান সেরনিয়াবাদ। আজ এক বিবৃতিতে তিনি জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের একনায়তান্ত্রিক শাসনের যাতাকলে পিষ্ঠ আজ বাংলাদেশ। আর তাদের এ বাকশালী কর্মকান্ডের একমাত্র প্রতিরোধ আসছে খালেদা জিয়া, তারেক রহমান, এবং শহীদ জিয়ার রেখে যাওয়া দল- বিএনপি থেকে। তাই শহীদ জিয়ার পরিবারকে ধংস করার লক্ষে একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারী সরকার। আর এ লক্ষে আজ্ঞাবহ আদালত থেকে বানোয়াট মামলায় একের পর রায় আনছে সরকার, তারেক  রহমানকে বানোয়াটভাবে ২১ আগষ্ট গ্রেনেড মামলায় জড়িয়েছে, আরাফাত রহমান কোকোকে কারাদন্ড প্রদান, নানাবিধ ভুয়া মামলায় খালেদা জিয়াকে একর পর এক হয়রানী করা, শহীদ জিয়াকে নিয়ে সংসদে বিষেদাগার করছে আওয়ামীলীগ ও তার দলনেত্রী। এসকল ষড়যন্ত্র সমগ্র জাতির কাছে আজ পরিস্কার।

জনাব সোলায়মান আরো বলেন, কেবল জিয়া পরিবার ধংস করাই নয়, শেখ হাসিনা আজীবনের জন্য ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর হয়ে বিগত প্রধান বিচারপতি খায়রুল হককে মোটা অংকের টাকা ও প্রলোভন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন এবং খালেদা জিয়াকে তার ৪০ বছরের বসতবাটি থেকে উচ্ছেদের রায় আনিয়েছেন।  সরকারের এহেন ফ্যাসিষ্ট কর্মকান্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায়নিউ জার্সি বিএনপি । তাছাড়া বিরোধী দলীয় চিফ হইপ ও বিএনপির সংগ্রামী নেতা জয়নাল আবেদীন ফারুকের উপর সরকারী পেটোয়া বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেন।

আগামী ২২ জানুয়ায়ী ফ্যাসিষ্ট সরকারের এহেন অপকর্মের প্রতিবাদ ও প্রতিরোধের লক্ষে আয়োজিত বিশ্বব্যাপী বাংলাদেশী দুতাবাস ও কন্সুলেট ঘেরাও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকল সচেতন দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনদের প্রতি আহবান জানিয়েছে নিউ জার্সি বিএনপি।

আরও পড়ুন

Back to top button