বরিশালে মোবাইলের জন্য প্রান গেলো এক যুবকের

প্রানদিতে হলো লাল চাঁন (১৮) নামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে বরিশালের কীর্তনখোলা নদীর ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ফেরীঘাট এলাকায় শনিবার ভোর রাতে। লাল চাঁন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পয়ারচর গ্রামের বাসিন্দা রুস্তম গাজীর পুত্র। লাল চাঁন বালিবাহী মোমিন এন্টারপ্রাইজ নামে বলগেটটির শ্রমিক হিসেবে কাজ করতো। বেঁচে যাওয়া শ্রমিক কামাল বলেন, বালি বোঝাই বলগেটটি শুক্রবার রাতে দপদপিয়া ফেরীঘাটের অদূরে নোঙ্গর করা ছিলো। শনিবার ভোররাতের দিকে বাথরুমে যাওয়ার জন্য উঠলে দেখতে পাই বলগেটটি ডুবে যাচ্ছে। সাথে সাথে ঘুমন্ত লাল চাঁন ও পারভেজকে উঠিয়ে বলগেট থেকে আমরা বের হই। এ সময় বলগেটের ভেতর মোবাইল ফোন ও মালামাল আনতে যায় লাল চাঁন। মুহুর্তের মধ্যে বলগেটটি ডুবে যায়। পরে শনিবার সকাল ১০টায় লাল চাঁনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা নলছিটি থানার উপ-পরিদর্শক (এস.আই) নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাল চাঁনের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।