আর্কাইভ

রাজাপুরে জঙ্গী সন্দেহে ৩ কিশোরসহ ৯ জন আটক

একটি বাড়ি থেকে সোমবার রাতে পুলিশ জঙ্গী সন্দেহে ৯ জনকে আটক করেছে। এদের মধ্যে ৩জন কিশোর রয়েছে। পুলিশ তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ ঘনীভূত হলে তাদের আটক রেখে মঙ্গলবার বিকালে ৩দিনের রিমান্ড চেয়ে ঝালকাঠি আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাইপাস মোড় সংলগ্ন তালুকদার বাড়ি জামে মসজিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল পটুয়াখালী মির্জাগঞ্জের সাইফুল ইসলাম (২৫) ও তার ভাই আল আমীন (১৮), একই জেলার রাঙ্গাবালি এলাকার আব্দুল আউয়াল (১৮), উখিয়া কক্সবাজারের আরিফ (১০), বাঁশখালী চট্টগ্রামের আব্দুল্লাহ (১০), খালিশপুর খুলনার মোঃ মাসুম (২৯) ও তার ভাই মিলন (৩৫), গোপালগঞ্জের ওয়ালি উল্লাহ (৩১) ও বগুড়ার হাফেজ আঃ রহমান (১৮)।

আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স মালামালের ভ্রাম্যমান বিক্রেতা  ও কালেমার জামাত নামক একটি সংগঠনের সদস্য বলে দাবী করে। তারা বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে কলেমার দাওয়াত দেন বলে পুলিশের কাছে জানিয়েছে। পটুয়াখালী দুমকি বিশ্ববিদ্যালয় ও ভোলার চরফ্যাশন কলেজের সাবেক প্রফেসর এবং কৃষি বিজ্ঞানী আব্দুল মজিদকে ওস্তাদ বলে স্বীকার করেছেন তারা। আটককৃত কিশোররা জানায়, তাদের বাব্ াএই দলের সদস্য বিধায় তারা পড়ালেখা বাদ দিয়ে এদের সাথে কাজ করার জন্য এসেছে।

এলাকাবাসী জানায়, গত কয়েক বছর যাবত তারা রাজাপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে বসবাস করত। তাদের মধ্যে সাইফুল ইসলাম বাসা ভাড়া করলেও বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল থেকে অপরিচিত লোকজন এখানে এসে আত্মীয় পরিচয় দিয়ে বসবাস করত। এতে বিভিন্ন সময়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।

রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, বিভিন্ন অঞ্চলের মানুষ এসে একসাথে বসবাস ও তাদের কথাবার্তা এলাকাবাসির সন্দেহ হলে তাদের আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

Back to top button