জাতীয় দৈনিকের তালিকায় রয়েছে প্রকাশনা বন্ধ পত্রিকার নাম

হিসেবে স্থান পেয়েছে মাত্র একটি দৈনিক পত্রিকা যার প্রকাশনা বন্ধ গত দু’বছর যাবত । তাছাড়া টেলিভিশন গুলোর তালিকায় এখনো স্থান পাচ্ছে এক বছর পূর্বে বন্ধ হয়ে যাওয়া টিভি চ্যানেল ওয়ান এর নাম । তবে দেশের র্শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক তো দূরের কথা কোন জাতীয় দৈনিকের নাম নেই জেলা প্রশাসনের খাতায় । আর বিভিন্ন দিবসের বা কর্মকান্ডের আমন্ত্রন পত্র পায়না জাতীয় দৈনিকের বরিশালের ব্যুরো প্রধান বা প্রতিনিধিরা ।
বরিশাল জেলা প্রশাসনের তালিকায় জাতীয় দৈনিক হিসেবে রয়েছে দু’বছর পূর্বে প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া জাতীয় দৈনিক দেশ বাংলার নাম । একই কায়দায় বন্ধ চ্যানেল চ্যানেল ওয়ানের নাম বিষয়টি মিডিয়া পাড়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টিকরলেও ক্ষোভেরও সৃস্টি হয়েছে । বরিশাল জেলা প্রশাসনের কান্ডজ্ঞানহীন কর্মকান্ডের বার বার প্রতিবাদ করে কোন ফল না পেয়ে এবার বরিশালে কর্মরত সাংবাদিকরা বিষয়টি তথ্য মন্ত্রনালয়কে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছেন ।
সূত্র জানায়,বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় সকল দৈনিকের নাম সঠিক ভাবে  ঐ তালিকায় থাকলেও নেই জাতীয় র্শীর্ষ কোন দৈনিকের নাম । দীর্ঘ দিন যাবত এই অবস্থা চলতে থাকলেও জেলা প্রশাসন বা মিডিয়ার কারো নজরে আসেনি বিষয়টি । জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৬ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্ততি সভার আমন্ত্রন পত্র বিতরন কালে বিষয়টি নজর কাড়ে এখানকার মিডিয়া কর্মীদের । বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ঐ আমন্ত্রন পত্র বিলি করা হয় গতকাল । ঐ চিঠির তালিকা দেখে হতবাগ বরিশালের মিডিয়া কর্মীরা । তারা জেলা প্রশাসনের কান্ডজ্ঞানহীন কাজের নিন্দা জানান ।
এবিষয়ে বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশার জেলা প্রশাসনের কান্ডজ্ঞান হিন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্বকাপ ক্রিকেটের রোড শো’র সময় এই একই কায়দায় আমন্ত্রন পত্র বিলি করলে বিষয়টি জেলা প্রশাসককে বলা হয় । তিনি এবিষয়ে কোন পদক্ষেপতো দূরের কথা ঠিক একই কায়দায় এবারও জাতীয় শোক দিবশের চিঠি বিলি করা হয়েছে । তারা দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা ও বর্তমানে দেশের আলোড়ন সৃষ্টিকারী টিভি চ্যানেল গুলোকে কোন প্রগ্রামেই আমন্ত্রন জানায়না এটা একরকম সেচ্ছাচারিতা । তিনি জেলা প্রশাসনের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানান এবং বিষয়টি তথ্য মন্ত্রনালয়কে অবহিত করার কথাও জানান ।
এবিষয়ে বরিশালের জেলা প্রশাসক এস.এম. আরিফউর রহমান গতকাল মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমার জানা নেই তবে কাল সকালে আমাকে ফোন করেন আমি তালিকায় সকল দৈনিকের নাম যাতে অন্তর্ভূক্ত হয় সে ব্যাবস্থা করে দিব । এর বাইরে তিনি কোন কথা বলতে রাজি হননি ।