লবন শিল্প রক্ষার দাবীতে মিল মালিকদের সংবাদ সম্মেলন

ঝালকাঠি লবণ মিল মালিক সমিতি।  বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি চেম্বার অব কমার্স ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় লবণ মিল মালিক সমিতির সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদেশ থেকে লবণ আমদানির ফলে দেশীয় উৎপাদিত লবণের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। পাশাপাশি পটাশিয়াম আয়োডেটের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে ঝালকাঠির ১৩টি মিলসহ সারাদেশের ২৭৭টি লবণ মিল বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে। পাশাপাশি এই শিল্পের সাথে জড়িত হাজার হাজার শ্রমিকের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ইতিমধ্যে সারাদেশের অনেক লবন মিল মালিকরা অর্থাভাবে লবণ উৎপাদন বন্ধ করে দিয়েছে। গত ১ মাসে আয়োডিনের মূল্য কেজি প্রতি ৯৩০ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ২৯ শত টাকায়। যার ফলে ব্যবসায়িক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে মালিকরা।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ, পটাশিয়াম আয়োডেটের মূল্য নিয়ন্ত্রণ করা, সারাদেশের ২৭৭টি লবণ মিল সমূহকে বিনিয়োগ বোর্ডের রেজিস্ট্রেশন প্রদান এবং পটাশিয়াম আয়োডেটের উপর ভর্তুকি প্রদানসহ ৬টি দাবী তুলে ধরা হয়।

ঝালকাঠি লবণ মিল মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক হাওলাদার, চেম্বারের সাবেক সভাপতি মাহবুব হোসেন, লবণ মিল মালিক আবু বক্কর সিদ্দিকী, অলিউর রহমান হিরুসহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।