আর্কাইভ

বার্থী ডিগ্রী কলেজেনবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

বার্থী ডিগ্রী  কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল১ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সরদার আকবর আলী, গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম, গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মীর আঃ আহসান আজাদ,গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন, কালের কন্ঠের গেীরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা, প্রভাষক স্বপন কুমার পান্ডে, প্রশান্ত চক্রবতী, প্রক্তন শিক্ষাথী মো: গিয়াস উদ্দিন, শিক্ষার্থী শিল্পী সমদ্দার, ঐশি, চৈতী প্রমূখ। শেষে ফিরোজ মিয়ার শিল্প গোষ্টী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।

আরও পড়ুন

Back to top button