দুটি বিদেশী শর্টগান-বিপুল পরিমান গুলিসহ সর্বহারা নেতা গ্রেফতার

অধ্যুষিত সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রাম থেকে গতকাল রবিবার বিকেলে পুলিশ ২টি বিদেশী শর্টগানসহ সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় সদস্য ডালিম হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর স্বীকারোক্তী মতে ওইদিন সন্ধ্যায় পুলিশ ৪৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ডালিমের গ্রেফতারে এলাকায় স্বত্তি ফিরে এসেছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটার গোপন সংবাদের ভিত্তিতে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাকোকাঠী গ্রামের সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় সদস্য ডালিম হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সর্বহারা নেতা ডালিম শর্টগানসহ দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া করে ২টি বিদেশী শর্টগানসহ সর্বহারা নেতা ডালিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডালিম ওই গ্রামের রব হাওলাদারের পুত্র। এ ব্যাপারে এস.আই আলাউদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতর স্বীকারোক্তী মতে ওইদিন সন্ধ্যা ছয়টায় পুলিশ ডালিমের বাড়ির বিভিন্নস্থান থেকে ৪৬ রাউন্ড গুলি ও ৩টি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডালিম হাওলাদার র‌্যাবের ক্রসফায়ারে নিহত সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা বাবুল সরদারের অস্ত্র ভান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলো। সে ছিলো এলাকার মুর্তিমান আতংক। ডালিমের গ্রেফতার সংবাদে এলাকায় স্বত্তি ফিরে এসেছে।