বরিশাল সিটি মেয়রের হুশিয়ারি

করে রাখছেন তাদের উপর আল্লাহর গজব পরবে। ধর্মকে পুজি করে যে সব কালো ব্যাবসায়ীরা অবৈধ টাকার পাহাড় গড়ার স্বপ্ন দেখছেন তারা তাদের সন্তান কিংবা নিকটতমদের দিয়ে এর ফল পাবেন। কোন পথে ধর্মপ্রান মুসলিমদের জিম্নি করে আত্মসাৎ করা অর্থ পথে নেমে যাবে তারা টেরই পাবেনা। আল্লাহ চাইলে তাদের সন্তান কিংবা নিকটতমদের যে কোন মূহুর্তে কানা খোড়া ল্যাংরা করে দিতে পারেন। অতএব সাবধান পবিত্র রমজানকে পুজি করে কোন রকম কোলো ধান্দার চিন্তা-ভাবনা করবেন না।

বুধবার দুপুরে বরিশাল চেম্বার অব কর্মাস আয়োজিত রমাজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন শীর্ষক আলোচনা সভায় বিসিসি মেয়র শওকত হোসেন হিরন এসব কথা বলেন। পাইকারী ব্যাবসায়ীদের নিয়ে এই আলোচনা সভা করার কথা থাকলেও সভায় পাইকারি ব্যাবসায়ীদের বেশীরভাগই উপস্থিত ছিলেন না। মেয়র এ সময় সরকার কর্তৃক নিধারিত মূল্যে ব্যাবসায়ীদে পন্য বিক্রির আহবান জানান।

সভায় ব্যাবসায়ীরাও তাদের সমস্যাগুলোকে মেয়র হিরনের নিকট তুলে ধরেন। চেম্বার অব কর্মাসের সভাপতি সাঈদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। সভায় ব্যাবসায়ীদের উপস্থিতি কমদেখে মেয়র হিরন রমজানের পূর্বে ব্যাবসায়ী সিন্ডিকেটদের নিয়ে পুনরায় মৌখিকভাবে বৈঠকের সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় নগরীর গন্যমান্য ব্যেক্তিবর্গ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কমিশনারগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য সভায় টিসিবির কোন কর্মকর্তা উপস্থিত না থাকায় উপস্থিত গন্যমান্য ব্যেক্তিবর্গদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।