গৌরনদীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানুষিক নির্যাতন

গ্রামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে অবরুদ্ধ করে রেখেছে স্বামীর পরিবারের লোকজনে। খবর পেয়ে শুক্রবার রাতে ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজনে স্থানীয়দের সহায়তায় মুর্মুর্ষ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার সকালে হাসপাতাল ত্যাগের জন্য নির্যাতনকারীরা গৃহবধূ ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালের বেডে শষ্যাশয়ী নওপাড়া গ্রামের মৃত মৌজে আলী আকনের কন্যা ও দু’সন্তানের জননী গৃহবধূ আফিয়া খাতুন (২৮) জানান, গত ৮ বছর পূর্বে নাঠৈ গ্রামের ওহাব আলী সরদারের পুত্র আব্দুস সালাম সরদারের সাথে সামাজিক ভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষের দাবিকৃত ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়। বিয়ের পরবর্তী বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে আরো ৪০ হাজার টাকা আনা হয়। পূর্ণরায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের লোকজনে তার ওপর বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। শুক্রবার সকালে তাদের দাবিকৃত ৫০ হাজার যৌতুক আনার জন্য আফিয়ার ভাসুর কালাম সরদার, দেবর মনির সরদার ও শাশুড়ি কুডু বেগম গৃহবধূকে অমানুষিত নির্যাতন করে ঘরের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। বাড়ির লোকজনের কাছে খবর শুনে গৃহবধূর বাবার বাড়ির লোকজনে ওই বাড়িতে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ওইদিন রাতে মুর্মুর্ষ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। আফিয়া আরো অভিযোগ করেন, শনিবার সকালে হাসপাতাল ত্যাগের জন্য তার ভাসুর কালাম সরদার ও তার সহযোগীরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।