Menu Close

ক্ষমা চাইলেন বিসিসি মেয়র – সড়ক দখল করে আ’লীগের সমাবেশ

করে আওয়ামীলীগের সমাবেশ করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এজন্য আওয়ামীলীগের সমাবেশে বিসিসি মেয়র ও মহানগর আ’লীগের আহবায়ক শওকত হোসেন হিরন নগরবাসীর নিকট ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন নগরীর প্রধান সড়কে সমাবেশ করায় জনদূর্ভোগ হওয়ায় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার মাঠ কর্দমাক্ত হওয়ায় এখানে সমাবেশের আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সদর রোডস্থ অশ্বিনী কুমার হল লাগোয়া  সমাবেশে তিনি এ কথা বলেন।

বরিশাল জেলা ও মহানগর আ’লীগের উদ্যোগে বিকেল ৩টায় সমাবেশের আনুষ্ঠিনাকতা শুরু হয়। সদর রোড(প্রধান সড়ক) দখল করে কয়েক হাজার চেয়ার বিছিয়ে এবং অশ্বিনী কুমার হল লাগোয়া মঞ্জ তৈরি করে নেতৃবৃন্দ বক্তব্য উপস্থাপন  করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জনগন প্রশ্ন ছুড়ে দিয়ে বলছে প্রধান সড়ক দখল না করে অন্য স্থানেও তো আ’লীগের কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সমাবেশ করা যেতে পারত। অথচ যান চলাচলে বিঘœ সৃষ্টি করায় অরাজনৈতিক সূলভ আচরন করেছে আ’লীগের নেতৃবৃন্দ।

এদিকে জনসভার মুল আকর্ষন সাবেক চীফ হুইফ আ’লীগের কেন্দ্রীয় নেতা আকুল হাসানাত আবদুল্লাহ’র শাশুড়ী অসুস্থতার কারনে সমাবেশে অংশ গ্রহন না করায় জনসভা অনেকটা ম্লান হয়ে গেছে। বিশেষ করে হাসানাত ভক্তদের মাঝে জনসভার বিষয়ে কোন প্রান চাঞ্চল্য  ছিল না। অনেকেই আবার জনসভার বাইরে ছিলেন। বরিশাল মহানগর আওয়ামীলীগের আহবায়ক ও সিটি মেয়র এড.শওকত হোসেন হিরনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড.ইউসুফ হোসেন হুমায়ুন। বক্তব্য রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান,তথ্য ও গবেষনা সম্পাদক এড.আফজাল হোসেন, এমপি অ্যাড. তালুকদার মোঃ ইউনুছ, পারভীন তালুকদার।