উদ্যোগে দুর্গম এলাকায় বৃক্ষরোপন অভিযানের শুভ উদ্বোধন করেছেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শাহীদ মোস্তাফা। শনিবার সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান উপলক্ষে জালানীপাড়া, কুরুকপাতা ও পোয়ামুহুরী ক্যাম্প এলাকায় স্থানীয় উপজাতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ ওয়াহেদুজ্জামান, সুবেদার মেজর কামরুল হাসান ও স্থানীয় উপজাতীয় কার্বারীবৃন্দ। মতবিনিময় সভায় পাহাড়ি গ্রাম থেকে অসংখ্যা লোকজন যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে.কর্ণেল শাহিদ মোস্তাফা বলেন, পার্বত্যাঞ্চলের সহাবস্থান ও উন্নয়ন পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী সদা তৎপর রয়েছে। বৃক্ষ রোপন অভিযানের মাধ্যমে সেনা বাহিনীর পার্বত্যাঞ্চলের পরিবেশ-প্রকৃতি রক্ষায় এগিয়ে এসেছে। তিনি স্থানীয় উপজাতীদের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। সেনা বাহিনীর মহতি উদ্যোগের সাথে সকল পাহাড়ি বাঙ্গালীকে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।