নয়া সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত হয়েছে নাছির উদ্দিন ও দুংড়ি মং মার্মা। শনিবার অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন তারা সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত হন। এ উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। উপজেলা আওয়ামীলীগের বিদায়ী সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অথিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক লক্ষীপদ দাশ এবং আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান। দীর্ঘ নয় বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি চারজন প্রার্থীর ম্েয দুংড়ি মং মার্মা কাউন্সিলরদের ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।