শাবিতে ভাস্কর্য চেতনা’৭১ উদ্বোধন

স্মরণে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের পৃষ্ঠপোষতা ও আর্থিক সহায়তায় ভাস্কর্য চেতনা’ ৭১ এর উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে। গত ৩০ জুলাই সন্ধ্যায় এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। পরে ভাইস চ্যান্সেলর ও উপস্থিত শিক্ষক-ছাত্র-ছাত্রীদের নিয়ে ভাষ্কর্যের পাদদেশে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর তরুণ প্রজন্মে ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা যা করতে পারিনি নতুন প্রজন্ম এ ভাষ্কর্য স্থাপনের মাধ্যমে তা করে দেখিয়েছে। এখন প্রতিদিন ছাত্র-ছাত্রীরা এ ভাষ্কর্য দেখে প্রেরণা লাভ করবে। পরে ভাইস চ্যান্সেলর ক্যাম্পাসে হ্যান্ডবল গ্রাউন্ডে পূর্বে চেতনা’৭১ ভাষ্কর্য স্থাপন উপলক্ষে প্রকাশিত স্যুভেনির-এর মোড়ক উন্মোচন করেন। এসময় কোষাধক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ,  ভাষ্কর্য পুনঃস্থাপন কমিটির উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন প্রফেসর ড. ইয়াসমীন হক, প্রক্টর ড.  প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সুশান্ত কুমার দাস, ভাষ্কর্য পুনঃস্থাপন কমিটির আহবায়ক মো. ফেরদৌস হাসান ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়  এবং  ভাষ্কর্য পুনঃস্থাপন কমিটির উদ্যোগে  ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করে দেশের খ্যাতনামা ব্যান্ড দল ‘শিরোনামহীন’।