বরিশালে শীর্ষ নিউজের মানববন্ধনে হামলায় নিন্দা

মানববন্ধনে হামলায় ৮ সাংবাদিককে আহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরাম। সোমবার বিকেলে সংগঠনের আহবায়ক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকদের মানববন্ধনের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বরিশালের প্রশাসনের প্রতি দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন, এ সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের অবাধ তথ্যে বিশ্বাসী। কিন্তু ঐ সকল কথিত ছাত্রলীগ সরকারকে বেকায়দায় ফেলতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

০১-৮-১১ ইং
রমজান শুরু হলেও গৌরনদীতে সুবিধা বঞ্চিত টিসিবির ভোক্তরা
জহুরুল ইসলাম জহির, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলায় সরকার কর্তৃক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র নিয়োগকৃত ডিলাররা পন্য উত্তোলন করে ন্যায্য মূল্যে বিক্রি না করে কালো বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গৌরনদীর সাধারন ভোক্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজানে বাজার নিয়ন্ত্রনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত ২১ জুলাই ৫টি পন্য নিয়ে গৌরনদীতে কার্যক্রম শুরু করে। এতে গৌরনদী পৌর এলাকায় টরকী বন্দরে মেসার্স শিশির কুন্ড, গৌরনদী বন্দরে মেসার্স এভারেস্ট ট্রেডিং, বার্থী ইউনিয়নে মেসার্স সরদার এন্টারপ্রাইজ, বাটাজোর ইউনিয়নে মেসার্স আনন্দ লাল সমদ্দার, নলচিড়া ইউনিয়নে  মেসার্স খান ষ্টোর, চাঁদশী ইউনিয়নে মেসার্স অয়ন এন্টাপ্রাইজকে ডিলার নিয়োগ দেয়া হয়। প্রত্যেক ডিলারকে বিক্রির জন্য ১’শ ২ টাকা লিটার দরে সয়াবিন তৈল, ৫৮ টাকা কেজি দরে মসুরের ডাল, ৫৮ টাকা কেজি দরে চিনি, ৫৮ টাকা কেজি দরে ছোলা, ৭০ টাকা কেজি দরে জাহেদী সাহের খেজুর এবং ৫৫ টাকা কেজি দরে খায়ের খেজুর বিক্রির জন্য নির্দেশ দেয়া  হয়।
বরিশাল টিসিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই গৌরনদী পৌর এলাকায় টরকী বন্দরে মেসার্স শিশির কুন্ড, গৌরনদী বন্দরে মেসার্স এভারেস্ট ট্রেডিং নামের প্রতিষ্ঠান দুটি উল্লেখিত ৫টি পন্য  উত্তোল করেন। প্রতিটি ডিলার ২ মেট্রিক টন চিনি, ১ হাজার ২ শ’ লিটার সয়াবিন তৈল ৫’শ কেজি মসুরের ডাল, ৫শ’কেজি ছোলা, ২শ’ ৫০কেজি জাহেদী সাহের খেজুর, ২শ ৫০ কেজি খায়ের খেজুর উত্তোলন করেন।
সোমবার (১ আগস্ট) দুপুরে সরেজমিনে গৌরনদী বন্দরে গিয়ে কোথাও টিসিবির পন্য বিক্রয়ের ডিলারের দোকান খুঁজে পাওয়া যায়নি। এ সময় গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোঃ আলতাফ হোসেন, পরিমল চন্দ্র ঘোষসহ একাধিক  ব্যবসায়ী জানান, গৌরনদী বন্দর এলাকায় এ বছর টিসিবির পন্য বিক্রির কোন দোকান খোলা হয়নি। দিয়াশুর গ্রামের আবুল কালাম, উত্তর পালরদী গ্রামের সোহরাব হোসেন, দক্ষিন বিজয়পুরের আঃ সাত্তার মিয়াসহ একাধিক ব্যক্তিরা বলেন, “মোরা রোজার লাইগ্যা সরকারের দেওয়া অল্প পয়সায় (টিসিবির)মাল কেনার লাইগ্যা হ¹োল জায়গায় ঘুইররা কোন দোকানের খোঁজ পাইনায়। মোগো গরীবের লাইগ্যা সরকার এই দোকান চালু করলেও হেইয়া মোগে না দিয়া নেতারা ব্যালাকে (কালোবাজারে) বেইচ্চা দেছে বলে হুনছি। মোরা কোন মাল পাই নায়”।
টরকী বন্দরের সার ব্যবসায়ী শিশির কুন্ড টিসিবির ডিলার। সরেজমিনে সেখানে গিয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা গেছে,  শিশির কুন্ড একজন সার ব্যবসায়ী এটা এলাকার সবাই জানে। কিন্তু সে টিসিবির ডিলার বিষয়টি কেউই জানেন না। বা কোন মালও বিক্রি করেন না। স্থনীয়রা জানান, ডিলার শিশির কুন্ড টিসিবির পন্য উত্তোলন করে তা কালো বাজারে বিক্রি করে দেন। অভিযোগের ব্যপারে ডিলার শিশির কুন্ডের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।  
ব্যাবসায়ীরা জানান, বাজার মূল্য ও টিসিবির নির্ধারিত মূল্যের মধ্যে বিরাট তফাত থাকায় টিসিবির অসাধু ডিলাররা পন্য কালো বাজারে বিক্রি করে থাকে।
টিসিবির ডিলার মেসার্স এভারেস্ট ট্রেডিং এর মালিক মোঃ আবু সাঈদ নান্টুর কাছে অভিযোগ প্রসংঙ্গে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছর আমি কোন মাল উত্তোলন করিনি। পন্য উত্তোলন প্রসংঙ্গে বরিশাল টিসিবি ক্যাম্পের অফিস প্রধান মোঃ ইসমাইল মজুমদার বলেন, গত ২৭ জুলাই মেসার্স এভারেস্ট ট্রেডিংয়ের নামে পন্য উত্তোলন করা হয়েছে। গৌরনদীর কোথায়ও  ডিলাররা পন্য বিক্রি করছে না প্রসংঙ্গে জানতে চাইলে তিনি  বলেন, পন্য সরবারহের দায়িত্ব আমার, তদারকির দায়িত্ব স্থানীয় প্রশাসনের। এ ব্যপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, টিসিবির কার্যক্রম তদারকির জন্য অচিরেই একজন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

বরিশালে শীর্ষ নিউজের মানববন্ধনে হামলায় নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি ॥
শীর্ষ নিউজের সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধনে হামলায় ৮ সাংবাদিককে আহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরাম। সোমবার বিকেলে সংগঠনের আহবায়ক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকদের মানববন্ধনের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বরিশালের প্রশাসনের প্রতি দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন, এ সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের অবাধ তথ্যে বিশ্বাসী। কিন্তু ঐ সকল কথিত ছাত্রলীগ সরকারকে বেকায়দায় ফেলতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

ছবিসহ
শীর্ষ নিউজের সম্পাদককে গ্রেফতারের
প্রতিবাদে বরিশালের মানববন্ধন পন্ড
আহমেদ জালাল, বরিশাল ঃ দেশের জনপ্রিয় অনলাইন দৈনিক শীর্ষ নিউজ ডটকম ও সপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবারের ডাকা বরিশালের মানববন্ধন বাঞ্চাল করার পদক্ষেপ নিয়েছে পুলিশ। সোমবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনের সাংবাদিক মাইনুল সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কোতয়ালি মডেল থানার ওসি  জাহাঙ্গীর হোসেন মানববন্ধন থেকে শীর্ষ নিউজ ডটকমের বরিশাল ব্যুারো প্রধান আহমেদ জালালকে বিরত থাকতেও অনুরোধ করেছেন। তিনি অনকেটা বিনয়ের সঙ্গে বলেছেন, উপর থেকে চাপ আছে। আমার চাকরিটা বাঁচান। মানববন্ধন করবেন না, ভাই প্লিস।
এদিকে মনববন্ধন সফল করার লক্ষে মিডিয়া, রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তাদের  প্রস্ততি সম্পন্ন করেছেন। এমনকি মহাজোটের শরীক দল জাতীয় পার্র্টির নেতা-কর্মীরা কর্মসূচীতে থাকার সদয় সন্মতি প্রকাশ করেছেন। এর বাইরে প্রধান ক্ষমতাসীনদল আ’লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ থাকার কথা ব্যাক্ত করেছেন। কর্মসূচীর সমর্থন জুগিয়েছেন সিপিবিসহ বামপান্থী সংগঠনগুলো। তাদের সাফ কথা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে গনমাধ্যমকে হয়রনী করা অন্যায়। এনটিভি ও যুগান্তরের বরিশাল ব্যুারো প্রধান আকতার ফারুক শাহিন জানান, মানববন্ধন কর্মসূচীতে পুলিশী বাধা কিংবা হয়রানীর মিশন হতবাক করার ন্যায়। গনতন্ত্র বা গনমাধ্যমের গলাটিপে ধরার হেতু দুর্নীতিবাজদের দুর্নীতির পথ সহজ করে দেয়া। একই কথা বলেছেন বরিশালের সচেতন নাগরিক দৈনিক সংবাদের প্রতিনিধি বিধান সরকার।

শাবিতে ভাস্কর্য চেতনা’৭১ উদ্বোধন
রিয়াজ উদ্দিন, শাবি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত মুক্তিযুদ্ধের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের পৃষ্ঠপোষতা ও আর্থিক সহায়তায় ভাস্কর্য চেতনা’ ৭১ এর উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে। গত ৩০ জুলাই সন্ধ্যায় এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। পরে ভাইস চ্যান্সেলর ও উপস্থিত শিক্ষক-ছাত্র-ছাত্রীদের নিয়ে ভাষ্কর্যের পাদদেশে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর তরুণ প্রজন্মে ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা যা করতে পারিনি নতুন প্রজন্ম এ ভাষ্কর্য স্থাপনের মাধ্যমে তা করে দেখিয়েছে। এখন প্রতিদিন ছাত্র-ছাত্রীরা এ ভাষ্কর্য দেখে প্রেরণা লাভ করবে। পরে ভাইস চ্যান্সেলর ক্যাম্পাসে হ্যান্ডবল গ্রাউন্ডে পূর্বে চেতনা’৭১ ভাষ্কর্য স্থাপন উপলক্ষে প্রকাশিত স্যুভেনির-এর মোড়ক উন্মোচন করেন। এসময় কোষাধক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ,  ভাষ্কর্য পুনঃস্থাপন কমিটির উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন প্রফেসর ড. ইয়াসমীন হক, প্রক্টর ড.  প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সুশান্ত কুমার দাস, ভাষ্কর্য পুনঃস্থাপন কমিটির আহবায়ক মো. ফেরদৌস হাসান ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়  এবং  ভাষ্কর্য পুনঃস্থাপন কমিটির উদ্যোগে  ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করে দেশের খ্যাতনামা ব্যান্ড দল ‘শিরোনামহীন’।

তদন্ত কমিটির তদন্তের নমুনা !
গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী ॥ বরিশালের অগ্রনী ব্যাংক গৌরনদী শাখার ঋণ অফিসার মোঃ নাসির উদ্দিন আকন পাঁচজন দিনমজুর ও কৃষকের নামে তাদের অজান্তে ঋণ তুলে নিজেই তা আত্মসাত করেছে। ঋণ পরিশোধ না করায় ঋণ খেলাপী হিসেবে ওই সব কৃষকদের নামে সার্টিফিকেট মামলা রুজু হলে তারা তাদের নামে ঋণ বরাদ্দের বিষয়টি জানতে পারেন। পরবর্তিতে গৌরনদী ও ব্যাংক পাড়ায় আলোচনার ঝড় উঠে। সোমবার ব্যাংকের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলেও তারা অভিযুক্ত নাসিরের পক্ষাবলম্বন করেন বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। তদন্ত কমিটি ও স্থানীয় শাখার কর্মকর্তাদের উপস্থিতিতে  ভুক্তভোগীদের নিকট থেকে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে বলে দিনমজুর কৃষকরা অভিযোগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে অগ্রনী ব্যাংক গৌরনদী শাখার ঋণ অফিসার নাসির উদ্দিন আকন গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামের মৃত আছির উদ্দিন হাওলাদারের পুত্র হোসেন আলী (৫৪), দক্ষিন গোবর্দ্ধন গ্রামের আবুল মোল্লার পুত্র নুর মহাম্মদ (৪৫), মৃত কদম আলী খানের পুত্র আকবর আলী, কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের সেলিম ও শাওড়া গ্রামের ইব্রাহিম সিকদারের নাম ও ছবি ব্যবহার করে ৯৬ হাজার টাকা কৃষি ঋণ উত্তোলন করে নিজেই তা আত্মসাত করেন।
হোসেন আলী, আকবর আলী, ইব্রাহিম, নুর মহাম্মদ, সেলিম  জানান, বর্তমানে তাদের নামে সুদ আসলে দ্বিগুন হয়েছে। ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের হলে তারা  বিষয়টি জানেন। পরবর্তিতে  নাসির উদ্দিনকে টাকা পরিশোধ করতে বললে নাসির টাকা পরিশোধ না করে তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। এ নিয়ে গৌরনদী ও ব্যাংক পাড়ায় তোলপাড় শুরু হয়। তোলপাল শুরু হলে গত ২৩ জুলাই নাসির উদ্দিন অভিযোগকারীদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। দক্ষিন নাঠে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন জানান, স্বাক্ষর নিতে এসে নাসির কৃষকদের দ্বারা লাঞ্চিত হন। ২৪ জুলাই অগ্রনী ব্যাংক গৌরনদী শাখার ব্যাবস্থাপক মোঃ মাহাবুব আলম তাদেরকে (দিনমজুর ও কৃষক) ১ আগস্ট তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার জন্য নির্দেশ সম্বলিত চিঠি দেন। নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী অগ্রনী ব্যাংকের জনৈক কর্মকর্তা জানান, ঋণ অফিসার মোঃ নাসির উদ্দিন আকন গত ২৬ জুলাই ঋণের আসল পরিশোধ করে দেন। এবং তদন্ত কমিটির পরামর্শে ৩১ জুলাই ঋণের বিপরীতে সুদের সমুদয় টাকা পরিশোধ করে দেন নাসির উদ্দিন আকন। কৃষক হোসেন আলী, আকবর আলী অভিযোগ করেন, তদন্ত কমিটির কর্মকর্তা ও স্থানীয় শাখার কর্মকর্তারা তাদের কাছ থেকে নাসিরের বিরুদ্ধে কোন অভিযোগ নেই লিখে দেয়ার জন্য বলে।  না লিখে দিলে তাদের অনেক ক্ষতি হবে বলে  জানান। এক পর্যায়ে তাদের কাছ থেকে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেন বলে তারা জানান। নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী অগ্রনী ব্যাংকের জনৈক কর্মকর্তা জানান, স্বাক্ষর নেয়া ওই সাদা কাগজে গৌরনদী অগ্রনী ব্যাংকের বর্তমান ঋণ অফিসার আকবর হোসেন, নাসির উদ্দিন আকনের বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং তারা নিজেরা ঋণ নিয়ে নিজেরাই পরিশোধ করেছেন ষ্টেডম্যান লিখে তদন্ত কমিটির কাছে জমা দেন। কৃষকরা  অভিযোগ করেন, তদন্ত কমিটি নাসির উদ্দিন দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেছে। তদন্ত কমিটির সামনে অগ্রনী ব্যাংক শেখের হাট শাখায় বর্তমানে কর্মরত, তৎকালীন গৌরনদী অগ্রনী ব্যাংকের ঋণ অফিসার নাসির উদ্দিন আকনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিন বলেন, সত্য কথা বললে মায় মার খায়, না বললে বাপে কান্দি খায়। তখন পরিস্থিতির কারনে বাধ্য হয়ে আমাকে এ কাজ করতে হয়েছিল। সাদা কাগজে স্বাক্ষর নেয়া সম্পর্কে জানতে চাইলে গৌরনদী অগ্রনী ব্যাংকের ম্যানেজার মাহাবুব আলম বলেন, এ কথা সঠিক নয়। তদন্ত টিমের সদস্য অগ্রনী ব্যাংক বরিশাল আঞ্চলিক শাখার এসপিও খান গোলাম মোহাম্মদ ও এসও হাসান ইকবালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, তদন্ত শেষে রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠনো হবে কর্তৃপক্ষই এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।

বরিশালে শুভ বাহিনীর প্রকাশ্যে অস্ত্রের মহড়া
আহম্মেদ জালাল, বরিশাল ঃ বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্ট রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি মটরসাইকেলে অস্ত্রের মহরা দেয়া এই গ্র“পটি কারা। এমন কৌতুহল নগরবাসীর। নগরীতে নতুন গ্র“পটির প্রধান হলো ছাত্রলীগ ক্যাডার শুভ। তার বাসস্থান নগরীর কালীবাড়ি রোডে।
ক্যাডার শুভ’র নেতৃত্বে গ্র“পটি নগরীতে মহড়া দেয়ার কারন হিসেবে জানাযায়, ছাত্রলীগ নেতা জুবায়ের, শেখর দাস ও মামুন ছিল এই বাহিনীর টার্গেট। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  তারা তিন ছাত্রলীগ নেতাকে আক্রমন করার উদ্দেশ্যে নগরী চষে বেড়িয়েছে। বহুদিন ধরে  গ্র“পটি নগরীর কালীবাড়ি রোড ও ফকির বাড়ি রোডে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। বিশেষ করে  শুভ বাহিনী মহাজোট সরকার ক্ষমতায় আসার পর নানা অনিয়মের সাথে সম্পৃক্ত থাকছে। তবে তার একটি বিশেষ গুন রয়েছে এলাকার কোন বাড়ি ঘর নির্মান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে সব সন্ত্রাসীরা চাঁদা দাবী করে শুভ তাদেরকে প্রতিহত করে। মজার বিষয় শুভ চাঁদাবাজি করেন চাঁদাবাজদের কাছ থেকে। এ কারনে শুভ’র বদনামের পাশাপাশি সুনামও রয়েছে। এ বিষয়ে শুভ’র সাথে মোবাইল ফোনে আলাপকালে জানান, ভাই আমি কোন অন্যায় করিনা। তবে অন্যায় কারীদের সাথে আপোষও করি না। অস্ত্রসহ মটরসাইকেল মহরার কথা স্বীকার করে তিনি জানান, তার পারিবারিক একটি বিষয়ে ছাত্রলীগের কয়েক নেতা অন্যায় ব্যবহার করেছেন। তিনি তাদের শায়েস্তা করার জন্য নগরজুড়ে খুঁজেছেন কিন্তু পাননি। তারা আতœগোপনে গেছে। এদিকে একাধিক সূত্র জানিয়ে ছাত্রলীগ নেতা জুবায়ের এলাকায় সন্ত্রাস হিসাবে পরিচিত।

আগৈলঝাড়ার লোকালয়ে হনুমান
আগৈলঝাড়া প্রতিনিধি ঃ
আগৈলঝাড়ার পয়সারহাট বন্দরে এক জোড়া হনুমান যুগলের দেখা মিলেছে। গতকাল সোমবার সকালে আকস্মিকভাবে কোটারীপাড়া – পয়সারহাট ১৩ কি.মি. সড়ক পাড়ি দিয়ে কোটালীপাড়া থেকে পয়সারহাট বন্দরে পৌছায় এক জোড়া হনুমান যুগল। এসংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় করে। উৎসুক জনতা তাদের কলা,রুটি, ফল-মুল খেতে দেয়।
 জানাগেছে গহ দুই সপ্তাহ  পূর্বে যশোর থেকে ফলের ট্রাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলছুট হয়ে এক জোড়া হনুমান চলে আসে। সারাদিন কোটালীপাড়া শহরে ঘোরাফেরা করে। এসময় কয়েকজন লাঠি সোটা হাতে নিয়ে তারা করলে হনুমান যুগল থানায় আশ্রয় নেয়।  হনুমান যুগল নিরাপদে রাত্রি যাপনের জন্য কোটালীপাড়ার সাংবাদিক মোল¬া মহিউদ্দিনের বাস ভবনের ছাদে আশ্রয় নিয়েছে।  

শোক সংবাদ ঃ সাংবাদিক নবিউল হাসান
আগৈলঝাড়া প্রতিনিধি ঃ
দৈনিক সংগ্রামের ঢাকা অফিসের ফটো সাংবাদিক নবিউল হাসান দীর্ঘ দিন ক্যান্সারে ভূগে রোববার রাতে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল¬াহে …. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার সকালে মরহুমের প্রথম জানাজার নামাজ ঢাকার সংগ্রাম অফিসে, দ্বিতীয় জানাজার নামাজ জাতীয় প্রেসক্লাবে ও তৃতীয় জানাজার নামাজ বায়তুল মোকারম মসজিদে অনুষ্ঠিত হয়। বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে চতুর্থ জানাজার নামাজ শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে আগৈলঝাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ সহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমববেদনা জ্ঞাপন করেছে।

বরিশালে শীর্ষ নিউজের মানববন্ধনে হিরনপন্থী ক্যাডারদের হামলা
বিশেষ প্রতিনিধি ॥ দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বারিশালে আহুত মানবন্ধনে বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা ক্যাডাররা। এতে শীর্ষ নিউজ ডটকমের বরিশাল ব্যুরো চীফ আহমেদ জালালসহ কমপক্ষে ৮ সংবাদ কর্মী আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুারো প্রধান ও শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানী, মোহনা টিভির প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, গনকন্ঠ ও বিডি প্রেস’র ব্যুরো শাহীন হাসান, দৈনিক শাহনামার ফটো সাংবাদিক শিকদার পারভেজ।

সোমবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনে সাংবাদিক মাইনুল হাসান সড়কে মানবন্ধন করার প্রাক্কলে সাংবাদিকরা জড়ো হয়। এর আগ থেকে মাইনুল হাসান সড়ক ও তার আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন থাকে। এছাড়া মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দীনের নেতৃত্বে ২০/২৫ জন্য ক্যাডার সদর রোড ও মাইনুল হাসান সড়কে মহড়া দেয়। সোয়া ১০টায় মানববন্ধন শুরু হলে বরিশাল কোতোয়ালী পুলিশ বাধা প্রদান করে ব্যানার ছিনিয়ে নেয়। একই সঙ্গে অতর্কিতভাবে ক্যাডার কালিবাড়ি রোডের মাদক ব্যাবসায়ী অন্তু, ল’কলেজ এলাকার অপু, বিএম কলেজ ছাত্রলীগের জোবায়ের, বাহাদুর, পলিটেকনিক ইনস্টিটিউটের মিজানুর রহমান মিজান, অক্্রফোর্ড মিশন রোডের সুমন, ক্যাডার তারিক, বাপ্পা, জসিমের গাড়ির ড্রাইভার শুভ সাংবাদিকদের উপর চড়াও হয়। তারা সংবাদকর্মীদের এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। ওই সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। হামলার ইন্ধন জুগিয়েছেন যুবলীগের বহিস্কৃত নেতা টেন্ডারবাজ আবুয়াল হোসেন অরুন। মানববন্ধনে ক্যাডারদের হামলার প্রতিবাদে বেলা ১১টায় সাংবাদিকরা নগরীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

মানববন্ধনে অংশ গ্রহন করেন বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক সত্য সংবাদের সম্পাদক মীর মনিরুজ্জামান, এনটিভি ও যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন, বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির,বাংলা ভিশনের প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক সকালের খবরের ব্যুরো শাহীনা আজমীন, সংবাদের প্রতিনিধি বিধান সরকার, দিগন্ত টিভির স্টাফ রিপোর্টার আযাদ আলাউদ্দীন, পরিবেশ সাংবাদিক সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি লীলা রানী, বরিশাল সংবাদপত্র প্রতিনিধি পরিষদের সভাপতি অরুন, ফোকাস বাংলার প্রতিনিধি মিজানুর রহমান, বরিশাল বার্তার নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দীন সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক হাসান সরদার জুয়েল, সমাজকর্মী রফিকুল ইসলাম, বাংলা রিপোর্ট ২৪ ডটকমের ব্যুরো শাওন খান, ভোরের সময়ের ব্যুারো শামীম আহসান, সংবাদকর্মী অপূর্ব দাস অপু, সুমন দাস, এম সালাউদ্দীন, এম মোফাজ্জেল, বায়োজিদ পান্নু, আমীন, আমিনুল সোহাগ, জুয়েল মাহমুদ, জুয়েল, একরামুল কবির। এছাড়া অংশ গ্রহন করেন অ্যাড মহসিন মন্টু, অ্যাড সাইয়েদ উদ্দীন আহমেদ মধু, নারী নেত্রী হেলেন চৌধুরী, ছাত্রনেতা আমিনুল ইসলাম লিপনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের সামনে আসেন বিসিসি মেয়র ও মহানগর আ’লীগের আহবায়ক অ্যাড.শওকত হোসেন এবং বরিশাল-১ আসনের আ’লীগ দলীয় এমপি এডভোকেট তালুকদার মোঃ ইউনুছ। তারা ঘটনাস্থলে এসে সাংবাদিকদের নিকট ক্ষমা চেয়েছেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ারও আশ্বাস দেন। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান হামলাকারীদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যাবস্থা নিবেন।

দৈনিক শাহনামার সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পুলিশের সঙ্গে যখন সরকারদলীয় কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে তখন তাই ইতিহাস হয়ে থাকে। এনটিভি ও যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন জানান, দুর্নীতিবাজদের দুর্নীতির পথ সহজ করতেই গণতন্ত্র বা গণমাধ্যমের গলাটিপে ধরা হচ্ছে।

উল্লেখ্য, শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজ’র সম্পাদক মো: একরামুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী গিয়াসউদ্দিন তালুকদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান বলাকা ইন্টারন্যাশনালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মামলার এজাহারে ঢাকার কার্যালয় হিসেবে যে ঠিকানা উলে¬খ করা হয়েছে সরেজমিনে গিয়ে ওই নামের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো হদিস মেলেনি। মামলার এজাহারে বলাকা ইন্টারন্যাশনালের ঢাকা কার্যালয়ের ঠিকানা হিসেবে ৪৪/৯, পশ্চিম পান্থপথ, কলাবাগানের ‘হক টাওয়ার’-এর কথা উলে¬খ করা হয়েছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়েই গত ২৬ জুলাই বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে এজাহারে উলে¬¬খ করা হয়। সরেজমিনে ‘হক টাওয়ার’-এ বলাকা ইন্টারন্যাশনাল নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। টাওয়ারের ম্যানেজার কামাল উদ্দিন ও কেয়ারটেকার শামীম আহমেদ জানান, ৬তলা এই ভবনে ওই নামের কোনো অফিস কিংবা গিয়াসউদ্দিন তালুকদার নামের কোনো ভাড়াটিয়া নেই। এমনকি কখনো ছিলও না। সরেজমিনে ভবনের নিচতলায় অহনা ফার্নিচার, দ্বিতীয় তলার আংশিক নিটোল ইন্স্যুরেন্স; দ্বিতীয় তলার অবশিষ্ট অংশ, তৃতীয় তলার সম্পূর্ণ, চতুর্থ তলার আংশিক আইটিভিষণ কমিউনিকেশন, চতুর্থ তলার অপর অংশে ডাব¬ু ইজিসি ফাইবার্স ও জ্যারগন ফাইবার্স লিমিটেডের অফিস এবং ৫ম ও ষষ্ঠ তলা আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে।তবে ঘটনাস্থল থেকে চলে আসার ১০/১৫ মিনিট পর টাওয়ারের ম্যানেজার কামাল উদ্দিন পরিচয় দিয়ে শীর্ষ নিউজ ডটকম’র প্রতিবেদক মো: মহসীন কবিরের মুঠোফোনে কল দিয়ে জানানো হয় যে, টাওয়ারের নিচতলার অহনা ফার্নিচারের দোকানটিই বলাকা ইন্টারন্যাশনালের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। ৫/১০ মিনিট পর ওখানে গেলে ওই  প্রতিষ্ঠানের লোকজনদের পাওয়া যাবে বলেও জানান তিনি। জানা যায়, ভবনের নিচ তলার অহনা ফার্ণিচারের মালিক আলী আকবর রাসেল। গিয়াস উদ্দিন তার খালাতো ভাই। ঢাকায় এলে গিয়াস উদ্দিন তার দোকানে মাঝে মধ্যে আসেন। রাসেল জানান, গত ২৬ জুলাই রাতে তিনি দোকানে ছিলেন না। শুনেছি গিয়াস আমার এখানে এসেছিল। কিন্তু তার সাথে আমার কথা হয়নি এবং সেদিন এখানে কোন কিছু ঘটেছে কিনা তাও আমি বলতে পারবো না। চট্টগ্রাম ব্যুরো জানায়, বলাকা ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হিসেবে বন্দর নগরীর ফিরিঙ্গি বাজারের কাজী নজরুল ইসলাম রোডের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে সেখানেও ওই নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।