শীর্ষ নিউজের সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে বরিশালের মানববন্ধন পন্ড

ও সপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবারের ডাকা বরিশালের মানববন্ধন বাঞ্চাল করার পদক্ষেপ নিয়েছে পুলিশ। সোমবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনের সাংবাদিক মাইনুল সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কোতয়ালি মডেল থানার ওসি  জাহাঙ্গীর হোসেন মানববন্ধন থেকে শীর্ষ নিউজ ডটকমের বরিশাল ব্যুারো প্রধান আহমেদ জালালকে বিরত থাকতেও অনুরোধ করেছেন। তিনি অনকেটা বিনয়ের সঙ্গে বলেছেন, উপর থেকে চাপ আছে। আমার চাকরিটা বাঁচান। মানববন্ধন করবেন না, ভাই প্লিজ।

এদিকে মনববন্ধন সফল করার লক্ষে মিডিয়া, রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তাদের  প্রস্ততি সম্পন্ন করেছেন। এমনকি মহাজোটের শরীক দল জাতীয় পার্র্টির নেতা-কর্মীরা কর্মসূচীতে থাকার সদয় সন্মতি প্রকাশ করেছেন। এর বাইরে প্রধান ক্ষমতাসীনদল আ’লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ থাকার কথা ব্যাক্ত করেছেন। কর্মসূচীর সমর্থন জুগিয়েছেন সিপিবিসহ বামপান্থী সংগঠনগুলো। তাদের সাফ কথা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে গনমাধ্যমকে হয়রনী করা অন্যায়। এনটিভি ও যুগান্তরের বরিশাল ব্যুারো প্রধান আকতার ফারুক শাহিন জানান, মানববন্ধন কর্মসূচীতে পুলিশী বাধা কিংবা হয়রানীর মিশন হতবাক করার ন্যায়। গনতন্ত্র বা গনমাধ্যমের গলাটিপে ধরার হেতু দুর্নীতিবাজদের দুর্নীতির পথ সহজ করে দেয়া। একই কথা বলেছেন বরিশালের সচেতন নাগরিক দৈনিক সংবাদের প্রতিনিধি বিধান সরকার।