শ্রেনীর ছাত্রী তমা বালা (১০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়। পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ার ওইচারমাঠ গ্রামের দিনমজুর দুখীরাম বালার কন্যা ও ওইচারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী তমা বালা। আজ মঙ্গলবার ছিলো তমার স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার ফি দেয়ার জন্য সোমবার তমা তার মায়ের কাছে টাকা চায়। এ সময় টাকা দিতে না পারায় ওইদিন সন্ধ্যায় অভিমান করে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশ্ববর্তী নিরর্জন বাগানের একটি আম গাছে গলায় ওড়না পেচিয়ে তমা আত্মহত্যা করে।