Menu Close

শোক সংবাদ – মীর মানিক উদ্দিন

সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মীর মানিক উদ্দিন (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমের জানাজা শেষে নলচিড়া গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।