চালকদের সাথে কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্র“পের কমপক্ষে ৫ জন আহত হয়। পুলিশ ভাড়ায় চালিত মটরসাইকেল (প্রটকল) মালিক সমিতির সভাপতি সুব্রত রায়কে (৩০) গ্রেফতার করে বরিশাল আদালতে সোপর্দ করেছে।
গৌরনদী থানার এস.আই অসীম কুমার সিকদার জানান, সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল হোসেন মটরসাইকেলযোগে আগৈলঝাড়া থেকে কলেজে আসছিলো। পথিমধ্যে গৈলা নামকস্থানে পৌঁছলে সাইড দেয়াকে কেন্দ্র করে ভাড়ায়চালিত মটরসাইকেল চালক ফকরুল আলমের সাথে কলেজ ছাত্রের বাকবিতন্ডা হয়। এ সময় ফকরুল কলেজ ছাত্র ফয়সালকে লাঞ্চিত করে। লাঞ্চিতের ঘটনা ফয়সাল তার সহপাঠীদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কলেজের ছাত্ররা গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ প্রটকল সমিতির কার্যালয়ে হামলা চালায়। এসময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়। খবর পেয়ে গৌরনদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং প্রটকল সমিতির সভাপতি সুব্রত রায়কে গ্রেফতার করে।