আসলের চেয়ে সুদ বেশি দিয়েও রেহাই পায়নি দিনমজুর গণি

গ্রাম্যসুদী মহাজনের কাছ থেকে চড়া সুদে ২০ হাজার টাকা এনেছিলেন। পর্যায়ক্রমে সুদ ও আসল টাকাসহ ৭০ হাজার টাকা পরিশোধ করা হয়। গত বুধবার (৩ আগস্ট) রাতে সুদি মহাজন মাহবুব সরদারের কাছে রক্ষিত স্বাক্ষরকৃত সাদা ষ্টাপ আনতে গিয়ে অমানুষিক নির্যাতনের স্বীকার হন দিনমজুর গনি। এ ঘটনায় পুলিশ ওইদিন গভীররাতে সুদি মহাজন মাহবুব সরদারকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামে।

সাকোকাঠী গ্রামের মৃত গঞ্জর আলী খানের পুত্র দিনমজুর আব্দুল গণি খান জানান, দু’বছর পূর্বে তার স্ত্রী আয়েশা বেগম টিউমাররোগে আক্রান্ত হয়। স্ত্রীর চিকিৎসার জন্য তিনি পাশ্ববর্তী শাহজিরা গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র সুদি মহাজন মাহবুব সরদারের কাছ থেকে শতকরা মাসিক দশ টাকা হারে ২০ হাজার টাকা আনেন। টাকা নেয়ার সময় মাহবুব দিনমজুর গণির কাছ থেকে সাদাষ্ট্যাম্পে স্বাক্ষর রাখেন। মাহবুবকে পর্যায়ক্রমে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। সুদি মহাজনের চাপের মুখে গত সপ্তাহে জমি বিক্রি করে এককালীন ৫০ টাকা হাজার পরিশোধ করা হয়। বুধবার ইফতারির পর গণি খান তার স্বাক্ষর ওই সাদাষ্ট্যাম্প আনার জন্য সুদি মহাজন মাহবুবের বাড়িতে যায়। এসময় মাহবুব ও তার লোকজনে তাকে (গণিকে) শিকল দিয়ে বেঁধে ঘরের মধ্যে তালাবদ্ধ করে অমানুষিক নির্যাতন করে। খবর পেয়ে রাত সাড়ে বারোটার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আলাউদ্দিন একদল পুলিশ নিয়ে গণি খানকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে। এসময় পুলিশ সুদি মহাজন মাহবুব সরদারকে গ্রেফতার করে।  এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।