জমা দিতে সময় বাড়ানোর আবেদন করেছিল তাদেরকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হিসাব জমা দিতে হবে। যারা এ সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হবে তারা ডিফল্ডার দল হিসেবে গণ্য হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ছহুল বলেন, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করেনি বিধায় তারা ডিফল্ডার দল হিসেবে গণ্য হবে। পর পর কোনো রাজনৈতিক দল যদি ৩ বার আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের নিবন্ধন বাতিল করা হবে বলেও তিনি এ সময় মন্তব্য করেন।
উল্লেখ্য, এ পর্যন্ত ২২ রাজনৈতিক দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে, ১৫টি দল সময় চেয়ে আবেদন করেছে এবং ১টি দল কোনো প্রকার আবেদন জমা দেয়নি।