প্রধানমন্ত্রীর প্রতিহিংসা আদেশ আকারে বাস্তবায়ন করছেন কতিপয় বিচারপতি- মির্জা ফখরুল

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে এনেছে বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ঘটনায় একটি বিষয় সুস্পষ্ট যে, প্রধানমন্ত্রীর প্রতিহিংসা আদেশ আকারে বাস্তবায়ন করছেন শাসক দলের অন্ধ আনুগত্যকারী কতিপয় বিচারপতি। তিনি ১৪ আইনজীবীর বিরুদ্ধে আদালতে হট্টগোলের মামলাটি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী সপু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, রিট ও রুল জারি হয়েছিলো মুফতি আমিনীর বিরুদ্ধে। আদালত আদেশ দেয়ার কথা আমিনীকে নিয়ে। অথচ তা না করে রাজনৈতিক নেতৃত্বকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন বিচারপতিদ্বয়।

তিনি বলেন, সরকার রাজনৈতিক বিষয়গুলোকে আদালতে নিয়ে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিচারকের রায় দিয়ে যেমন সত্যকে বিকৃত করা যায় না, তেমনি দলমনা বিচারকের আদেশ দিয়ে এক জন ব্যক্তির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা যায় না।

বিএনপির প্রতি সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ আদালতের বিভিন্ন রায়ে প্রতিফলিত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য এসব রায়ের মাধ্যমে প্রতিফলন হয়েছে।

তিনি বলেন, সরকার বিচার বিভাগকে দলীয়করণ করছে তা অনেক আগে থেকে বিএনপি বলে আসছে। অতীতেও তা প্রমাণিত হয়েছে। বর্তমানে দেশের যে সকল সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত সেগুলোতে বিচার বিভাগকে জড়ানো হচ্ছে। অবস্থা দৃষ্টে একটি বিষয় পরিষ্কার যে, সরকার ও উচ্চ আদালতের কতিপয় বিচারক পরিপূরক। ন্যায় বিচার বা জনগণের শেষ আশ্রয়স্থল আদালতের স্বাধীন অস্তিত্ব রক্ষা নয় বরং সরকারের গনতন্ত্র  বিনাশী কার্যক্রম সহায়ক যন্ত্রে পরিনত করতে আদালতকে ব্যবহার করছেন কতিপয় বিচারক। তিনি বলেন, সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতির বক্তব্য উদ্বৃত করে বলতে চাই, দলীয় কর্মীর ন্যায় আচরণ করছেন বিচারকরা।

তিনি বলেন, সরকার জনগণকে বিচার ব্যবস্থার মুখোমুখি আনার চেষ্টা করছে। তারা দেশকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি ঐদিন বিএনপি সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার সমালোচনা করে ১৩ আইনজীবির সনদ বাতিলের রুলের নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানান।