বৈষম্য, অবসরকালীন ভাতাসহ ১৫ দফা দাবীতে ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিক্ষোভ করে ভাংচুর করেছে। শনিবার সকাল থেকে বিক্ষোভ শ্রমিকদের চলছে।
জানা গেছে, প্রতিষ্ঠানের মালিক আবদুস সবুর মিয়া। তিনি বর্তমানে বরিশালের বাইরে রয়েছেন। দীর্ঘ দিন ধরে শ্রমিকদের সঙ্গে বেশ কয়েক জন কর্মকর্তা দূর্ব্যবহার করে আসছে। এছাড়া অতিরিক্ত শ্রমও দিতে হচ্ছে।
শ্রমিক আয়াজ আহমেদ খান বলেন, ৫শতাধিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দাবীতে বিক্ষোভ শুরু করে। একই সঙ্গে ৫ জনের বহিস্কার দাবী জানান। এরা হলো একাউন্টেড দিপু, রেজাউল, নাথু বাবু, ম্যানেজার মান্নান, সেকশন প্রডাকশন ম্যানেজার মানিক পাল ও উজ্জল বাবু।
বরিশাল কোতোয়ালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান শ্রমিকরা নগরীর বগুড়া রোডস্থ অপসো সোলাইনে অভ্যন্তরে বিক্ষোভ ও ভাংচুর করেছে। পুলিশ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকতে পারছে না। ওসি আরো জানান ভেতরে যা করে করুক, তা মালিক শ্রমিক আবার মিমামংসা হবে। কিন্তু প্রতিষ্ঠানের বাইরে কোন অঘটন ঘটালে শ্রমিকরা রক্ষা পাবেনা। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।