শাবির ছাত্র আব্দুল লতিফকে সাহায্যের আবেদন

শিক্ষা জীবন শেষ করে যার বাবা মায়ের পরিবারে হাল ধরার কথা সে আজ হাসপাতালে বেডে মৃত্যুর সাথে লড়াই করছে। সে জানেনা জীবনে তা কী ঘটছে। অসুস্থ ছাত্রের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র আব্দুল লতিফ (শিক্ষাবর্ষ:২০০৩-২০০৪) দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে (এডিনোকারসিনোমা) আক্রান্ত হয়েছে। গত ৭ মাস যাবত সে এরোগে ভূগছে এবং বর্তমানে কলকাতার ক্যান্সার ওয়েলফেয়ার সেন্টার এন্ড রিসার্স ইন্সটিউটে চিকিৎসাধীন রয়েছে। ক্যান্সার আক্রান্ত লতিফের উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৬ লাখ টাকার প্রয়োজন যা তার দরিদ্র পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই তার সাহায্যে এগিয়ে আসার জন্য শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ কর্তৃক গঠিত ‘আব্দুল লতিফ তহবিল সংগ্রাহক কমিটি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সাহায্য প্রদানের সুবিধার্থে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. রহমত আলীর নামে সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখায় একটি যৌথ হিসাব খোলা হয়েছে।