বরিশাল মিনিবাস মালিক সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সমিতির কাছ থেকে বরিশাল বাস মালিক সমিতি চাঁদা আদায় করছে বলে ঝালকাঠি ও পিরোজপুর জেলা বাস মালিক সমিতি লিখিত অভিযোগ দিয়েছে এখানকার বিভাগীয় কমিশনারের কাছে।

অভিযোগে বলা হয় বরিশাল টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিনাঞ্চলের ৫টি রুটে ৬টি মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক টার্মিনাল ফি বাবাদ প্রতি ট্রিপে ৯০ টাকা নেয়ার কথা থাকলেও সম্প্রতি ঐ ৬ টি সমিতির নিকট থেকে জোঁড়পূর্বক ৪৫০’শ টাকা থেকে ৫০০’শ টাকা নেয়া হচ্ছে। বরিশাল মালিক সমিতির দাবীকৃত অতিরিক্ত টাকা না দিলে যাত্রী ছাড়াই ছেড়ে আসতে হয় অন্য সমিতির গাড়ি।