ও মিনিবাস মালিক সমিতির কাছ থেকে বরিশাল বাস মালিক সমিতি কর্তৃক চাদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় কমিশনার বরাবরে ঝালকাঠি ও পিরোজপুর জেলা বাস মালিক সমিতি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বরিশাল টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৫ টি রুটে ৬টি মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক টার্মিনাল ফি বাবাদ প্রতি ট্রিপে ৯০ টাকা নেয়ার কথা থাকলেও সম্প্রতি ঐ সমিতি গুলোর নিকট থেকে জোরপূর্বক সাড়ে ৪’শ টাকা থেকে ৫’শ টাকা নেয়। বরিশাল মালিক সমিতির দাবীকৃত অতিরিক্ত টাকা না দিলে যাত্রী ছাড়াই ছেড়ে আসতে হয় অন্য সমিতির গাড়ি।
এ বিষয়ে ঝালকাঠি বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন, ‘বরিশাল মালিক সমিতির দাবীকৃত অতিরিক্ত টাকা দিয়ে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। তাদের দাবী মেনে আমাদের পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হলে তা যাত্রীদের উপর থেকে উঠাতে হবে। এতে যাত্রী হয়রানী বাড়বে’।
এ ব্যাপারে বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে বলেন, ‘চাঁদাবাজী নয়, উন্নয়ন খাতে ব্যয়ের জন্য রাখা হয়। তিনি আরও বলেন, ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারাও ঝালকাঠি পেট্রোল পাম্প ও রাজাপুরে বিভিন্ন স্থানে বসে আমাদের গাড়ি থেকে চাঁদাবাজী করে।