ঝালকাঠিতে গ্রেফতারের পর চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছে পুলিশ

দায়ের করা চুরি মামলায় নিজের বোন ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউপি চেয়ারম্যানকে ১২ ঘন্টা আটক রাখার পর ছেড়ে দেয়া হলে এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম লিটন তার ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা জিপি মডেম চুরির অভিযোগ এনে অজ্ঞাতদের আসামী করে শুক্রবার ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যানের মৌখিক কথা অনুযায়ী সন্ধিগ্ধ আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের উপর নানা রকম চাপ প্রয়োগসহ গালাগালি করেন তিনি।

কিন্তু মামলা দায়ের রাতেই শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকারবাসা থেকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তথ্য কেন্দ্রের একটি মডেম ও ডিজিটাল ক্যামেরাসহ চেয়ারম্যানের বোন সাদিয়া সুলতানা শিল্পী ও চাচাতো ভাই মুন্নাকে আটক করে। এরপর চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ থানায় নিয়ে আসে ।

শনিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাসেল সাংবাদিকদের জানান, এ ঘটনায় চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধেই মামলা হবে। কিন্তু দুপুর ১২টার পরে অজ্ঞাত কারনে পুলিশ চেয়ারম্যানকে ছেড়ে দিয়ে তার বোন ও চাচাতো ভাইকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ।

এদিকে পুলিশের দেয়া তথ্যানুযায়ি কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের স্কলে চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার হওয়ার ঘটনা প্রচার হলে এসআই রাসেল সাংবাদিকদের ফোন করে দুজন গ্রেপ্তার হওয়ার সংবাদ প্রচারের অনুরোধ করেন।


প্রতিক্ষকে ফাঁসাতে চেয়ারম্যান নিজের বোনের বাসায় তথ্য সেবা কেন্দ্রের এ মামলামাল রেখে থানায় অভিযোগ দায়ের করেন এবং রাজনৈতিক উচ্চ মহলের প্রভাবে ইউপি চেয়ারম্যানকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে শহরের বিভিন্ন মহলে কথা ওঠে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয় ।


এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন ‘ইউপি চেয়ারম্যান লিটনকে ছেড়ে দেয়া হলেও সে এ ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা তদন্ত করে দেখছি। এ ঘটনার সাথে তার সম্পৃক্ত পাওয়া গেলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।


তবে ইউপি চেয়ারম্যান লিটন সাংবাদিকদের জানান, তথ্য সেবা কেন্দ্রের সকল মালামাল এখনো কেনা হয়নি। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাসাঁনো হয়েছে বলে তিনি দাবী করেন।