বরিশালের ওসি জাহাঙ্গীর এখন গোয়েন্দা বিভাগে

ওসি জাহাঙ্গীরহোসেনকে মহানগর গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। রবিবার দুপুরে তিনি গোয়েন্দা শাখায় যোগদান করেছেন। এর আগে শনিবার রাতে তিনি কোতোয়ালী থানায় দায়িত্ব হস্তান্তর করেন। সমালোচনার চেয়ে পুলিশ বিভাগের সু-শৃঙ্খলভাবে দায়িত্ব পালনে বেশি আলোচনার শিরোনাম হন তিনি।

নতুন ওসি শাহেদুজ্জামান শাহেদের প্রশংসা করে জাহাঙ্গীর হোসেন বলেন থানায় দ্বায়িত্বপ্রাপ্ত নতুন ওসি খুব ভাল মনের মানুষ। বরিশাল মহানগর গোয়েন্দা শাখায় দ্বায়িত্ব পালনেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর হোসেন।

সদ্য যোগদানকারী ওসি শাহেদুজ্জামান শাহেদ বলেন সুন্দর পরিবেশে আমি কোতোয়ালী মডেল থানায় যোগদান করেছি। তিনি বলেন আমি অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার। পুলিশ বিভাগে চাকুরীর শুরু থেকেই স্বচ্ছভাবে দ্বায়িত্ব পালন করে আসছি। সুতরাং অন্যায়কারী, গোলযোগ পরিস্থিতি সুষ্টিকারীদের রেহাই নেই।

প্রসঙ্গত চলতি বছরের ৩ এপ্রিল ওসি হিসাবে  বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানায় যোগদান করেন জাহাঙ্গীর হোসেন। দ্বায়িত্ব পালনে জনমনে বেশ প্রশংসা কুড়িয়েছে তিনি। অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ভূমিকায় দ্বায়িত্ব পালনে তিনি গোটা বরিশাল বিভাগে পারফেক্ট ওসি হিসাবে সুনাম কুড়িয়েছেন। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের কাছে আতংক ওসি জাহাঙ্গীর হোসেন। মাদক নির্মূলে তিনি বেশ প্রশংসিত হন। থানায় তদবির পার্টির কদর না থাকায় তিনি নগরীর একটি বিশেষ মহলের কাছে অপ্রিয় ছিলেন। ঢাকা মেট্রোপলিটনে পুলিশ বিভাগে দ্বায়িত্ব পালনেও সাফল্য অর্জন করেন ওসি জাহাঙ্গীর হোসেন।