অভিযোগে আগৈলঝাড়ায় এমপির কোটার ১৫৭ প্রকল্পে ৫২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়েছে। বিভিন্ন অনিয়ম ও লুটপাটের সংবাদ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচিন্দ্র নাথ বৈদ্যকে প্রকল্প ভিত্তিক তিন দিনের মধ্যে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস।
আজ রোববার উঃনিঃঅঃ/আগৈল/ বরি/-২৭০ নং স্মারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস আগামী ১০ আগষ্টের মধ্যে প্রকল্প ভিত্তিক সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এ নির্দেশ দেন। উলে¬খ্য, এমপির কোঠার বরাদ্দকৃত অর্থ একাধিক ভূয়া ও নির্মানাধীন বিভিন্ন প্রকল্পের সংবাদ প্রকাশের পর শহরজুরে আলোচনার ঝড় ওঠে। এর মধ্যে উলে¬খযোগ্য প্রকল্পগুলো হল, ৫০ হাজার টাকার বাগধা মডেল স্কুল সংস্কার, ৩০ হাজার টাকার বাগধা বাজার পোষ্ট অফিস সংস্কার, অস্তিত্বহীন ৩০ হাজার টাকার পূর্ব বাগধা প্রগতি যুব সংঘ উন্নয়ন, ৫০ হাজার টাকার দক্ষিন চাঁদত্রিশিরা হাওলাদার বাড়ি জামে মসজিদ উন্নয়ন, ৩০ হাজার টাকার রাজিহার বিমল চন্দ্র বালার বাড়ির সার্বজনীন গোবিন্দ মন্দির সংস্কার, ৫০ হাজার টাকার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি উন্নয়ন প্রকল্প, ৩০ হাজার টাকার রতœপুর ইউনিয়নের দত্তেরাবাদ হাজি বাড়ি জামে মসজিদ সংস্কার প্রকল্প।