Menu Close

পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক প্রধান পরিচয়ে চাঁদা দাবি

প্রধান পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে আজ রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচিন্দ্র নাথ বৈদ্য জানান, আজ রবিবার দুপুর দেড়টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে (০১৯৪৩-৭২৫৪৮৬) নাম্বার মোবাইল ফোন থেকে একটি ফোন আসে। মহিউদ্দিন নাম পরিচয় দিয়ে নিজেকে তিনি পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির ছয় জেলার দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক প্রধান দাবি করে বলেন, আমাদের বেশ কিছু লোক বিদেশে আটক আছে, তাদের ছাড়াতে প্রচুর টাকা দরকার। সেমতে আপনি আমাদের এক লক্ষ টাকা চাঁদা দিয়ে সহযোগীতা করবেন। শচিন্দ্র নাথ চাঁদা দিতে অপরগতা প্রকাশ করায় পার্টির লোক দিয়ে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনার পর থেকে শচিন্দ্র নাথ বৈদ্য চরম আতংকের মধ্যে রয়েছেন। ওইদিনই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি বলেন, অভিযোগ দায়েরের পর থেকে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।