বরিশালে অপসোনিন কোম্পানীর মালিক-শ্রমিকদের সমঝোতা

অপসোনিন কোম্পানীর অপসো স্যালাইন ও গ্লোবাল প্রতিষ্ঠানের শ্রমিক অসন্তোষ দুরীভূত হয়েছে।  শ্রমিকদের বেশ কয়েকটি প্রস্তাব মেনে নেওয়ায় বৈঠক ফলপ্রস্যু হয়। বিশেষ করে শ্রমিকদের লাগাতার আন্দোলনের মুখে কোম্পানীর ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মালিক পক্ষ। রোববার দুপুর ১২টা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শ্রমিক,মালিক ও শ্রম অধিদপ্তরের মধ্যে এ বৈঠক চলে।

বরিশাল নগরীর বগুড়া রোডস্থ অপসো স্যালাইনের গ্যারেজ সেটে আয়োজিত বৈঠকের সভাপতিত্ব করেন খুলনা শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল হোসেন। সেখানে শ্রমিকদের ১০ জন প্রতিনিধি,কর্মকর্তাদের ৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের মধ্যে ছিলেন অহিদুর রহমান তমাল, জাফরুল ইসলাম ও সাইদুর রহমান। স্থায়ী শ্রমিকদের ৫’শ টাকা বেতন বৃদ্ধি,মাস্টার রোলের শ্রমিকদের ২০টাকা বেতন বৃদ্ধি, টিফিন ফি ১০ টাকা বাড়ানো হয়েছে। সমঝোতা বেঠকে শ্রমিকদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। বিপরীতদিকে শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করার অভিযোগে কর্মকর্তা দীপক নাগ, রেজাউল ইসলাম রেজা ও সাদেকুল ইসলামকে কর্মস্থল থেকে অন্যত্র প্রত্যাহার করা হয়েছে। এর আগে শনিবার সকাল থেকে শ্রমিকদের বেতন বৈষম্য,অবসরকালীন ভাতা, কয়েক কর্মকর্তার দূর্ব্যাবহারসহ ১৫ দফা দাবীতে বগুড়া রোডস্থ অপসো স্যালাইন ও রুপাতলীস্থ গ্লোবাল প্রতিষ্ঠানের কর্মরত সহস্রাধিক শ্রমিক বিক্ষোভ ও ভাংচুর করে। শনিবার দিনভর বিক্ষোভ করে রাত থেকে দফায় দফায় শ্রমিক-মালিক পক্ষ বৈঠক করে। শনিবার রাত ৯টায় শ্রমিক-মালিকদের আহুত বৈঠকের সিদ্ধান্ত শ্রমিকদের মনপুত না হওয়ায় মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।