মেহেন্দীগঞ্জে গৃহবধুকে দোররা মারা ইউপি চেয়ারম্যানের জামিন না মঞ্জুর

বেগমকে দোররা মারার ঘটনায় গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান কাজী আব্দুর রশিদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে রবিবার পূর্ব নির্ধারিত শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল বাশার মিয়া।

গত মঙ্গলবার বরিশাল লঞ্চঘাট থেকে গ্রেফতারের পর চেয়ারম্যান কাজী আব্দুর রশিদকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ঐ দিনই বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক গতকাল শুনানীর দিন ধার্য্য করেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার মোঃ গাজ্জালী জানান, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুর রশিদ শ্রীপুর গ্রামের বাসিন্দা নাসির মিস্ত্রীর স্ত্রী রিপা বেগমকে প্রকাশ্যে দোররা মারে। ঐ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ রিপা বেগম বাদী হয়ে চেয়ারম্যান কাজী আব্দুর রশিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।