Menu Close

আগৈলঝাড়ায় ধর্ম প্রচারে বাঁধা প্রদানের অভিযোগ

চেয়ারম্যান এর কাছে অভিযোগ করে প্রতিকার না পেয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তারা।
তাবলীগ জামাতে অংশ নেয়া উপজেলার দুশুমি গ্রামের আমির হোসেন শাহ’র মেয়ে নাসরিণ জানান, তারা অন্তত একশ জন মহিলা এলাকায় ঘুরে মহিলাদের নামাজ শিক্ষা, কোরান শিক্ষা ধর্মীয় বিষয় আলোচনার মাধ্যমে শিক্ষা দিয়ে আসছেন। দীর্ঘ দিন যাবৎ তারা ধর্ম প্রচার করে আসলেও গত ইউপি নির্বাচনের পর থেকে একই এলাকার মতলেব মোল্লা, তার ছেলে সোহেল ও ওমর আলী তাদের বাধা প্রদান করে আসছে। তারা ধর্ম প্রচারে নিয়োজিত মহিলাদের বিভিন্ন অশালিন মন্তব্য সহ ধর্ম প্রচারে বাধা প্রদান করে আসছে। দির্ঘ দিন যাবৎ এ ঘটনা অব্যাহতভাবে চলে আসায় তারা স্থানীয় রত্নপুর  ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের কাছে প্রতিকার চেয়েও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। তাদের অভিযোগের সত্যতা স্বীকার করে চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, তিনি অভিযুক্তদের একাধিকবার হাট বাজারে  অশালীন মন্তব্য না করার জন্য নিষেধ করেছেন। তিনি আরও জানান, যদি তারা ধর্মের নামে অন্য কোনো খারাপ কিছু বা রাষ্ট্র বিরোধি কোন কাজ করে থাকে তবে তিনি আইনের সহায়তায় (অভিযুক্ত) তাদের সাথে তা মোকাবেলা করবেন বলেও জানিয়েছেন। এব্যাপারে ধর্ম প্রচারকদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তারা।