বরিশালে বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড

ছোট ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের করাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিতের নাম আবদুল মালেক। বরিশাল জেলা ও দায়রা জজ একেএম সলিমুল্লাহ আজ বুধবার দুপুরে এ রায় দেন। রায় ঘোষনাকালে দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৭ মার্চ মুলাদী উপজেলার পূর্ব চরকালেকা গ্রামের মেছের আলী বাড়ির পার্শ্ববর্তী স্থানে মাটি কাটতে যায়। এসময় ছোট ভাই আবদুল মালেক সরদার মাটি কাটতে বাধা প্রদান করে কোদাল দিয়ে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে আবদুল মালেক ও তার স্ত্রী নারগিসকে আসামী করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান আদালতে এই দু’জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। রায় ঘোষনায় স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে স্ত্রী নারগিসকে খালাস প্রদান করা হয়েছে।