ঝালকাঠি নাগরিক ফোরামের প্রথম বর্ষপূর্তি

আন্দোলনের ঘোষনা দিয়েছে। বর্নাঢ্য আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। বুধবার বিকেলে সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জেলার নাগরিক স্বার্থে ঐক্যবদ্ধ কর্মসূচী গ্রহনের কথা বলেন। নাগরিক ফোরামের আহবায়ক আহমেদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্জ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সূর্যালোক নিউজের সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, শিক্ষক নেতা আ: বারেক খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোফাজ্জেল হোসেন, সাবেক কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, মানবাধিকার কমিশনের জেলা সভাপতি এ্যাড. লিয়াকত আলী খান, সাধারন সম্পাদক আবু সাঈদ খান, নাগরিক ফোরাম নেতা দীপু লাল দাস, ডা. জহিরুল ইসলাম বাদল, মাহফুজুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মি পলাশ রায়, লেখক ফোরামের আহবায়ক কবি এমএ মুসা, ফিরোজা আমু ফাউন্ডেশনের চেয়ারম্যান সরওয়ার হোসেন স্বপন, ছাত্রনেতা মুসফিকুর রহমান বাবু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক ফোরাম নেতা মো: আলমগীর হোসেন।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌর কাউন্সিলর মাহবুবুজ্জামান স্বপন ও মজিবুর রহমান। প্রেসক্লাব সহসম্পাদক আককাস সিকদার, সাংবাদিক শফিউল আজম টুটুল, এসএম, রেজাউল করিম ও রাজাপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রহিম রেজা।

সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রকাশিত স্মরনিকার মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি। আলোচনা, ইফতার ও দোয়ানুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেনীপেশার নাগরিকরা অংশ নেয়। সভায় জেলার উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে স্থনীয় দৈনিক ঝালকাঠি বার্তায় জনস্বার্থে একটি ক্রোড়পত্রও প্রকাশ করা হয়।