মামলার আসামি করা ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী আজ বৃহস্পতিবার ছিলো দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচী পালন করা হয়নি। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিচ্ছিন্নভাবে উপজেলা সদরে ঘোরাফেরা করতে দেখা গেলেও তারা কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচীই পালন করেননি।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক সচেতন বলেখ্যাত বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দীর্ঘদিন থেকে বিএনপির রাজনৈতিক কর্মকান্ড চলছে ঢাকা কেন্দ্রিক। এখানকার নেতৃত্বাধীন বিএনপির র্শীর্ষ নেতারা ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করায় বিএনপির সকল কর্মকান্ডও চলছে ঢাকা কেন্দ্রিক। মাঝে মধ্যে নেতৃত্বাধীন ওইসব র্শীর্ষ নেতারা দেশে আসলে লোকদেখানো ভাবে চলছে এখানকার বিএনপির আংশিক কর্মকান্ড। এছাড়া মাঝে মধ্যে দ্বীধা বিভক্তি হয়ে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কিছু কিছু কর্মসূচী পালন করা হলেও মূলদলের (বিএনপির) পক্ষ থেকে কোন কর্মসূচীই পালন করা হয়নি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক দলের একাধিক নেতা-কর্মীরা বলেন, মোগো নেতারা ঢাকা থেইক্কা মাওয়া আইয়া পৌঁছলেই কেবল রাজনীতির কথা মনে পরে।