রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, তুচ্ছ ঘটনার জের ধরে আজ শুক্রবার দুপুর দুইটার দিকে ওই গ্রামের ভাষাই প্যাদা ও সেকান্দার আলী প্যাদার সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। রক্তাক্ত জখম অবস্থায় ভাষাই প্যাদা তার স্ত্রী সাথী বেগম, পুত্র বেল্লাল প্যাদা, প্রতিপক্ষের সেকান্দার আলী প্যাদা তার স্ত্রী মেহেরজান বেগম, ভাই এস্কেন্দার প্যাদা তার পুত্র সোহেল প্যাদা, রুবেল হোসেনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।