আগৈলঝাড়া-পয়সারহাট-গৌরনদী সড়কের বেহাল দশা

বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টিসহ কাচাস্থানে কর্দমক্ত হয়ে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এ সড়ক ভেঙ্গে দুরপাল্লার গাড়ি চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় এ সড়কটি মহাসড়কে উন্নিত করে কাজ শুরু করেছিলেন। সরকারের মেয়াদ শেষের পরেই সড়কের নির্মান কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে আওয়ামীলীগের সরকারের সময় পুনরায় সড়কের কাজ শুরু হলেও কাজ চলছে মন্থর গতিতে। এনিয়েও রয়েছে সাধারণ লোকজনের মাঝে ক্ষোভ। অব্যাহত বর্ষনের ফলে এ সড়কে কার্পেটিং উঠে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার সকালে উপজেলা সদরের পূর্ব পার্শ্বের ব্র্যাক ভাঙ্গায় বর্ষনের কারনে গর্তের সৃষ্টি হয়। ওই গর্তে ট্রাক আটকে দুরপাল্লার যানচলাচল বন্ধ হয়ে যায়। একারনে উপজেলা সদরে লোকাল বাস সহ দুরপাল্লার কোন গাড়ি আগৈলঝাড়ায় আসেনি। সাধারণ লোকজন রিক্সা, ভ্যান, টেম্পু, বেবি গাড়িও বর্ষনের কারনে চলাচল করতে পারছেনা। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নে সড়কগুলো বর্ষনে খানাখন্দেকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।