যুদ্ধাপরাধীদের বিচার হলে জাতির পাপ মোচন হবে

বিচারে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা দেশের শত্র“। দেশে যুদ্ধাপরাধীদের বিচার দেখতে জাতি উন্মুখ হয়ে তাকিয়ে আছে। যুদ্ধাপরাধীদের বিচার হলে জাতির পাপ মোচন হবে। শনিবার বিকেল ৫টায় বরিশাল নথুল্লাবাদ বাসটার্মিনালে সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলা সমূহ নিয়ে নবগঠিত সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির অভিষেক অনুষ্ঠানে নৌ ও পরিবহন মন্ত্রী বলেছেন বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা মহাজোট নেত্রী শেখ হাসিনার সরকার চালু করছেন। বিশ্বের সর্ববৃহৎ আদমজী জুট মিলও চালু করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন সড়ক দূর্ঘটনা ঘটলেই শ্রমিকরা হয়রানীর শিকার হচ্ছে। বিভিন্ন কারনে দূর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনায় কেউ নিহত হলে ৩০২ ধারায় মামলা করা যাবে না। ৩০৪ ধারায় পুলিশ মামলা নিবে। তবে হত্যার উদ্দেশ্যে দূর্ঘটনা ঘটানোর বিষয়টি প্রমানিত হলে ৩০২ ধারায় মামলা গ্রহনযোগ্য হবে। মন্ত্রী পরিবহন মালিকদের উদ্দেশ্যে বলেছেন আপনারা শ্রমিকদের নিয়োগ পত্র দিয়ে দিবেন। নিয়োগ পত্র থাকলে শ্রমিকরা যে কোন বিষয়ে সমস্যায় পড়লে সহসাই চিহ্নিত করা যায়। কোন শ্রমিক মারা গেলে আর যদি নিয়োগ পত্র থাকে ট্রাস্টি বোর্ড থেকে পরিবার সহায়তা পাবে। মন্ত্রী বলেন পরিবহন শ্রমিকরা দেশের সেবক। এরা সচল থাকলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও হয়রানী থেকে মুক্ত পাবার লক্ষেই সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশন কাজ করছে।

সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি জোবায়ের জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ওসমান আলী. আঞ্চলিক কমিটির কার্যকর সভাপতি ঈমান আলী শরীফ, সাধারন সম্পাদক মোঃ সুলতান মাহমুদ,সহ-সভাপতি আলিয়ার রহমান, বরিশাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন। এদিকে এর আগে নৌ মন্ত্রী বরিশাল আধুনিকায়ন নৌ বন্দর পরিদর্শন করেন। সেখানে আয়োজিত সভায় তিনি মালিকদের উদ্দেশ্যে বলেছেন যাত্রীরা যাতে কোন হয়রানীর শিকার না হয়। এছাড়া যাত্রী ভাড়া কমানোর অনুরোধ রাখেন। উল্লেখ্য সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি  নৌ মন্ত্রী মোঃ শাজাহান খান।