নওগাঁয় রিপোর্টার্স ইউনিটি’র শোক সভা অনুষ্ঠিত
আব্দুল আজিজ, নওগাঁ: সড়ক দুর্ঘটনায় দেশের খ্যতিমান চলচ্চিত্রকার তারেক
মাসুদ এবং এটিএন বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মনিরের মর্মান্তিক মৃত্যুতে এক শোক সভা করেছে নওগাঁ রিপোর্টার্স ইউনিটি। রোববার বেলা ২টায় রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
এ শোকসভায় মর্মান্তিক এ দুর্ঘটনায় দেশের প্রথিতযশা দুই ব্যক্তির মৃত্যুতে চলচ্চিত্র ও মিডিয়া জগতের অপুরনীয় ক্ষতি হয়েছে উল্লে¬খ করে বক্তব্য রাখেন ইউনিটি’র যুগ্ম আহবায়ক ও ইনডিপেনডেন্ট টিভি’র মোঃ সাদেকুল ইসলাম , আরটিভি’র এম আর রকি, মাছরাঙা টিভি’র প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম খোকন, দৈনিক বাংলাদেশ সময় নওগাঁ জেলা প্রতিনিধি, প্রবীন সাংবাদিক বিশ্বনাথ দাস,দিগন্ত টিভির’র মাহফুজ ফারুক, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি বিশ্বজিৎ মরকার মনি, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুর রশিদ তারেক, ঢাকা রিপোর্ট ডট কমে’র তন্ময় ভৌমিক প্রমুখ। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।