সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ অভিবাসন এবং স্থানীয় উন্নয়ন সহায়তা প্রকল্পে বরিশালের গৌরনদীতে আজ বুধবার দিনব্যাপী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌরসভার হলরুমে স্বেচ্ছাসেবী এনজিও ওয়্যারবী অভিবাসন তথ্য সহায়তা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গৌরনদীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়্যারবীর সেন্টার ম্যানেজার এস.এম ফারুক আহম্মেদ। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক এডভোকেট সাহিদা হারুন, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ওয়্যারবীর ফিল্ড অর্গানাইজার মিজানুর রহমান, টেরি ডেস হোম ইটালীর প্রতিনিধি হেদায়েত উল্লাহ, ট্রেইনার রবিন রোজিও, সাফিয়া খাতুন, সুলতানা জাহান, এ্যাসিষ্টান্ড রেহানা খাতুন প্রমুখ।