চাঁপা হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত কামালকে কারাগারে প্রেরন

আসামী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেফকো ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল আলম কামালকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার আত্মসমর্পনের পর জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম সলিম উল্লাহ আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে ১৯৮৯ সালের ১৮ অক্টোবর নগরীর ফকির বাড়ি রোড এলাকায় রেফকো ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালকের বাসায় তার ছোট ভাই শহিদুল আলমের স্ত্রী চাপাকে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন কনকের পিতা আব্দুল মতিন বাদী হয়ে জহিরুল আলম কামাল, সহোদর জামাল, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন, বোন জেসমিন আরা, ভগ্নীপতি জিল্লুল বারীকে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
১৯৯৪ সালের ২৩ জানুয়ারী বরিশালের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় কামাল, জামাল ও জিল্লুলকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ফরিদা ও জেসমিনকে বেকসুর খালাস দেন। পরবর্তীতে উচ্চ আদালত জামাল ও জিল্লুলকে ৭ বছর করে কারাদন্ড এবং কামালের দন্ডাদেশ বলবৎ রাখেন। রায় ঘোষণার পরপরই কামাল দেশ ছেড়ে ভারতে গিয়ে আত্মগোপন করেন। ইতিমধ্যে জামাল ও জিল্লুল তাদের কারাদন্ড ভোগ করে মুক্তি পেয়েছে।
আসামী পক্ষের আইনজীবী আনিচ উদ্দিন শহিদ জানান, তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে রিভিউ পিটিশন করবেন।